শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সমুদ্রতলে লাল ড্রাগনের সন্ধান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

dragon

পূর্বাশা ডেস্ক:

এবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে গভীর সমুদ্রে ভাসিয়ে দেওয়া একটি ক্যামেরায় লাল রঙের একটি ড্রাগন ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় সমুদ্রের ১৬৪ ফুট গভীরে পাঠানো সেই ক্যামেরায় ধরা পড়েছে এই সামুদ্রিক প্রাণীটি। বিশেষজ্ঞদের দাবি, এটি একটি সি ড্রাগন। খবর মেইল অনলাইনের।

সামুদ্রিক প্রাণীর সি ড্রাগনের অস্তিত্ব এর আগেই ধরা পড়েছে। কিন্তু এবার ধরা পড়ল লাল রঙের সি ড্রাগন। প্রাণীটির পুরো শরীর লাল। একটা লেজও আছে। লেজ নাড়িয়ে প্রাণীটি গভীর সমুদ্রে ভেসে বেড়ায়। লাল বর্ণের কারণে বিশেষজ্ঞরা এর নাম দিয়েছে রুবি সি ড্রাগন।

সমুদ্র নিয়ে গবেষণা করেন অধ্যাপক গ্রেগ রাউস। তিনি বলেন, ‘এর আগে দুই ধরনের সি ড্রাগন পেয়েছি আমরা। কিন্তু আমাদের ধারণা ছিল না তৃতীয় আরো একধরনের সি ড্রাগন পাওয়া যাবে। রঙে ও চলাফেরায় অন্য দুই প্রকার সি ড্রাগনের চেয়ে এটা আলাদা’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি