বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরাকে হামলা করা ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা : ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৭

275468_1

ডেস্ক রিপোর্টঃ

ইরাকে মার্কিন আগ্রাসন নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে হামলা করা উচিত হয়নি। শুধু তাই নয়, ইরাকে হামলার এই সিদ্ধান্তকে মার্কিন ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদপত্র টাইমস অব লন্ডন এবং জার্মান সংবাদপত্র দা বিল্ড-এ দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, একটা উল্লেখযোগ্য পরিমাণে পারমাণবিক অস্ত্র হ্রাসের ব্যাপারে অ্যামেরিকা ও রাশিয়া একমত হলেই রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প। তবে রাশিয়ার কর্মকাণ্ড, সামর্থ্য ও অভিসন্ধি সম্পর্কে ট্রাম্প ভালোভাবে জানেন না বলে সমালোচনা করেছেন সিআইএ-এর পরিচালক জন ব্রেনান।

মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠানোর ক্ষেত্রেও হোয়াইট হাউসকে খুবই সতর্ক হতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি