শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
পূর্ববর্তী


আইসক্রিমের অজানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

icecream-550x382
ডেস্ক রিপোর্ট ঃ

ছোট-বড় প্রায় সকলের কাছে আইসক্রিম খুব মজাদার একটি খাবার। বিশেষ করে গরমের সময়। অনেকে শীতকালেও আইসক্রিম খেতে ভালবাসেন। আমেরিকা জুলাই মাসকে ন্যাশনাল আইসক্রিম মান্থ বলা হয়।

১। ১৭ শতকে ফ্রান্সে আইসক্রিম এর প্রচলন শুরু হয়েছিল।
২। কোন আইসক্রিমে যে ওয়েফার ব্যবহার করা হয় তা আবিষ্কার হয় ১৯০৪ সালে।
৩। প্রতিবছর আমেরিকানরা গড়ে ২০ কোয়ার্টস আইসক্রিম খেয়ে থাকেন।
৪। বিশ্বের সবেচেয়ে বেশি বিক্রি হয় ভ্যানিলা আইসক্রিম।
৫। ১ গ্যালন আইসক্রিম তৈরি করতে ৫.৮ পাউন্ড দুধ ও ১ পাউন্ড ক্রিম প্রয়োজন হয়।
৬। ৮৭% আমেরিকান তাদের ফ্রিজে আইসক্রিম রাখেন।
৭। প্রাচীন রোমের মানুষরা আইসক্রিম হিসেবে বরফের সাথে ফলের রস ও মধু মিশিয়ে খেতো।
৮। যদি আইসক্রিম আপনার মুখের ভিতরের উপরের তালুতে লাগে আপনার মাথায় ঠাণ্ডা বোধ করবেন।
৯। কানাডায় গরমের দিনের চেয়ে শীতে বেশি আইসক্রিম বিক্রি হয়।
১০। বিখ্যাত আইসক্রিম ব্যান্ড ড্রেয়ার’র আইসক্রিমের স্বাদ পরীক্ষা করেন জন হ্যারীসন। কোম্পানী তার জিভের জন্য ১মিলিয়ন ডলার মূল্যের বীমা করে রেখেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি