মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হুররাম সুলতানার আংটি এখন ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

276147_1

ডেস্ক রিপোর্ট ঃ

বাংলায় ডাবিং করা ড্রামা সিরিয়াল সুলতান সুলেমান দেখেন না এমন দর্শক খুব কমই হবে দেশে। এর জনপ্রিয়তায় গাজ্বালা দেখা দিয়েছে ভারতীয় টিভি চ্যানেলগুলোরও। এ জনপ্রিয় সিরিয়ালের সুবাদে অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের নামটি এখন ছোট বড় সকলেরই জানা। একইভাবে ব্যাপক পরিচিতি পেয়েছেন রুথেনিয়া বংশোদ্ভূত উসমানীয় সম্রাট প্রথম সুলাইমানের প্রিয়তম প্রমোদ দাসী (উপপত্নী) ও পরবর্তীকালে তার বৈধ স্ত্রী হুররাম সুলতানা।

সুলেমানের প্রথম উপপত্নী মাহি দেবরান সুলতানার সঙ্গে বিভিন্ন দ্বন্দ্ব ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুলেমার কাছে স্থান করে নেন হুররাম। দুই নারীর দ্বন্দ্বের শুরুটা ছিল একটি আংটি নিয়ে, যে আংটি সুলেমান তৈরি করেছিলেন মাহি দেবরানের জন্য। তা পরে হুরারমকে উপহার দেন সুলেমান।

সেই হুররমের আংটি এখন ঢাকায়। সেই একই আদলে তুরস্কে তৈরি আংটি পাওয়া যাচ্ছে ঢাকার বাণিজ্যমেলায়।

তুরস্ককের প্যাভিলিয়নে দর্শনার্থীরা দেশটির অন্যান্য পণ্য সামগ্রীর সঙ্গে আগ্রহ নিয়ে দেখছেন অটোমানদের আদলে তৈরি বিভিন্ন ধরনের আংটি।

প্যাভিলিয়নটিতে আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ প্যাভিলিয়নের আংটিগুলো তুরস্কে নির্মিত ধারাবাহিক টিভি সিরিয়াল সুলতান সুলেমানে ব্যবহৃত আংটির সঙ্গে মিল রয়েছে।

প্যাভিলিয়নের বিক্রয় কর্মীরা জানিয়েছেন, এসব অলঙ্কার তুরস্ক থেকেই এসেছে। তবে দাম বেশি হওয়ায় আগ্রহ থাকলেও কিনতে পারছেন না অনেকেই।

ক্রেতারা দাবি করছেন, তুরস্কের পণ্য সামগ্রীর নকশা নান্দনিক। তাদের পণ্যের সঙ্গে মিল রয়েছে বর্তমানের জনপ্রিয় টিভি ধারাবাহিক সুলতান সুলেমানের প্রাসাদে ব্যবহৃত আসবাবের সঙ্গে। তাই এ সবের চাহিদা রয়েছে।

বাণিজ্যমেলায় গিয়ে দেখা যায়, নাজনিন সুলতানা নামে একজন নারী হুররামের আংটির আদলে তৈরি আংটি আঙ্গুলে দিয়ে দেখছেন। পাশের জনকে জিজ্ঞেসও করছেন, ‘কেমন দেখাচ্ছে’?

নিউজবাংলাদেশের পক্ষ থেকে এ আংটির বিশেষ কোনো গুরুত্ব আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, আছে। এ আংটির সঙ্গে সুলতান সুলেমানের হুররাম হাতুনের আংটির মিল রয়েছে।”

সে জন্যই কি এটি কিনতে ইচ্ছা হচ্ছে- এ প্রশ্নে তিনি বলেন, “দামতো বেশি, এতটুকু একটা আংটির দাম হাঁকা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা। স্বর্ণের কোনো কাজ নেই এতে। একটি পাথর রয়েছে শুধু। হয়তো দোকানিরা বুঝতে পেরেছে, এটার প্রতি দর্শনার্থীদের আগ্রহ রয়েছে। তাই দাম বাড়িয়ে দিয়েছে।”

বিক্রয় কর্মী মরিয়ম (বাংলাদেশি) দাবি করেন, কোনো বিশেষ উপলক্ষে আংটিগুলোর দাম বাড়ানো হয়নি। এগুলো সরাসরি তুরস্ক থেকে আনা হয়েছে বলে তিনি জানান। তবে দাম আরও কম হতে পারতো বলেও তিনি মন্তব্য করেন।

স্টলটির দায়িত্বে রয়েছেন একজন তুর্কি নারী। তিনি বিক্রয় মূল্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মরিয়ম জানান, এ স্টলে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই বা আড়াই হাজার টাকা দামের গহনা রয়েছে।

তিনি বলেন, “সুলতান সুলেমানের কারণে এ বছর এসব অলঙ্কারের প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে।”

ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী ছিল এ সাম্রাজ্যের স্বর্ণযুগ। বিশ্বজুড়ে শাসন করলেও অটোমান প্রাসাদে ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ছিল নিত্য ঘটনা।

সুলতান সুলেমান দায়িত্ব গ্রহণ করার কয়েকদিন পর নিজ হেরেমে (খাস কামড়া) একটি আংটি তৈরির কাজ করছিলেন। সুদর্শন আংটি দেখে মাহিদেবরান হাতে নিয়ে দেখতে লাগলেন। এসময় সুলেমান বলে উঠলেন, “কাজটা এখনো শেষ হয়নি।”

মাহি দেবরান বলেন, “হয়ে গেছে তো, অনেক সুন্দর, দিন! পরিয়ে দিন!”

সুলেমান বললেন, “বললাম তো পুরো কাজ এখনো শেষ হয়নি। আরও কিছু কাজ বাকি আছে, নিখুত হওয়ার পর তোমার যোগ্য হবে!”

আংটির কাজ শেষ হওয়ার পর একদিন হুররাম সুলেমানের খাস কামড়ায় আসেন। তা দেখে হাতে নিয়ে দেখছিলেন তিনি। সুলেমান তাকে জিজ্ঞেস করেন, “পছন্দ হয়েছে।”

হুররাম বলেন, “খুব সুন্দর, কার হাতে শোভা পাবে জাহাপনা। পরে তা হুররামের হাতে পরিয়ে দেন সুলতান।

তার হাতে আংটি দেখে মাহি দেবরান মনে কষ্ট পান।”

সুলতান সুলেমান উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসন করা সুলতান, যিনি ১৫২০ থেকে ১৫৬৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি