বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানে অগ্নিকাণ্ডে বহুতল ভবন ধসে ৩০ দমকল কর্মী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

1484820301
পূর্বাশা ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ধসে পড়েছে। দায়িত্বপালনরত অবস্থায় মারা গেছেন অন্তত ৩০ দমকলকর্মী।
বৃহস্পতিবার দালানের ১৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা অনেক চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি। উপরন্ত ভবনটি ধসে পড়ে।
প্লাসতো ট্রেড সেন্টার নামে ভবনটি রাজধানী ইরানের সবচেয়ে বড় দালান।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাতকারে দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালিকি বলেন, ‘আমরা বেশ কয়েকবার অগ্নি নির্বাপন ব্যবস্থা নেয়ার কথা বললেও ভবনটির ম্যানেজররা সেটা শোনেননি।’


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি