মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

1484815857
পূর্বাশা ডেস্ক:
উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে- দেশটির নেতা কিম জং-উন এমন কথা জানানোর পর বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলা হয়।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বারবার অবরোধ আরোপ সত্ত্বেও পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে।
দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, উত্তর কোরিয়া দুইটি নতুন ক্ষেপণাস্ত্র ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্রে স্থাপন করেছে।
খবরে বলা হয়, গত এপ্রিল মাসে উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো নতুন ইঞ্জিন এতে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় পিয়ংইয়ং জানায়, তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ‘অবশ্যই’ হামলা চালাতে সক্ষম।
ইয়োনহাপ আরো জানায়, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে একটি ‘কৌশলগত বার্তা’ পাঠাতেই পিয়ংইয়ং উদ্দেশ্যমূলকভাবেই এ খবর ফাঁস করে দেয় বলে ধারণা করা হচ্ছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি