শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজধানীর সরকারী হাসপাতালে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৭

ss-2-550x367
ডেস্ক রিপোর্ট ঃ

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দিচ্ছে রাজধানীর বেশির ভাগ সরকারী ও বিভিন্ন সংস্থার অর্থায়নে পরিচালিত হাসপাতাল। এতে সংক্রামক রোগের ঝুঁকিতে রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টরা।

পর্যাপ্ত ডাক্তার নার্স থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর অভাবে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের।

কোন ডাস্টবিন নয়। রাজধানীর শিশু হাসপাতালের ভিতরের চিত্র ঠিক যেন ডাস্টবিনের মতই। ময়লার স্তুপ পড়ে আছে হাসপাতালের টয়লেটে, ওয়ার্ডের ভিতরেও চেহারা তেমন। এই পরিবেশেই বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে এখানে আসা শিশুদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরো খারাপ। হাসপাতালের ভিতরে ও বাইরে পড়ে আছে মেডিকেল বর্জ্যসহ নানা আবর্জনা। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ চিকিৎসা নিচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান জানালেন, হাসপাতালটি ২০১৩সালে ১৪০০শয্যা থেকে উন্নীত হয় ২৬০০শয্যায়। জনবল বাড়ানো হয়নি একজনও। পূরণ হয়নি আগে থেকেই ঘাটতি থাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ।

ডাক্তার নার্সের সাথে সাথে স্বাস্থ্যখাতে অন্যান্য জনবল নিয়োগ দেয়ার ব্যাপারে কাজ চলছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সমীর কান্তিু সরকার।

আইনি জটিলতার কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দিতে পারছেন না বলেই, স্বাস্থ্যকর

পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ দিয়ে সমস্যা সাময়িক সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে জানিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি