বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছবিতে ওবামা-ট্রাম্পের নতুন জীবনের গল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

276881_1 (1)

ডেস্ক রিপোর্ট ঃ

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের ক্যাপিটল ভবনে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান।

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার স্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনী ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, দেশটির উচ্চকক্ষ ও নিম্নকক্ষের প্রতিনিধিরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন।

অন্যদিকে, দীর্ঘ আট বছর পর হোয়াইট হাউজ ছেড়ে বিদায় নিয়েছেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা। ওবামা-ট্রাম্পের আজকের কিছু মুহূর্তের ছবি।


প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ওভাল অফিস ছেড়ে যাচ্ছেন বারাক ওবামা। টানা আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিলেন তিনি।


শুক্রবার অ্যাণ্ড্রুজ এয়ার ফোর্স বেস এ ওবামার সৌজন্যে এক অনুষ্ঠানে


বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা (বাঁয়ে) হোয়াইট হাউসে স্বাগত জানালেন উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে (বাঁ থেকে দ্বিতীয়) ।


সকালে গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে দিন শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া। গির্জা থেকে বেরিয়ে আসছেন তারা।


প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন।


প্রেসিডেন্ট ট্রাম্ট ও ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে বামে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন, এবং ডান দিকে ইভাঙ্কা ট্রাম্প এবং জ্যারেড কুশনার।


‘ফ্রিডম বলে’ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়ার জন্য অপেক্ষারত দর্শনার্থীরা।


উদ্বোধনী বলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া দম্পতির প্রথম ড্যান্স।


ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন।


ওয়াশিংটনে ট্রাম্পবিরোধীরা বিক্ষোভকারীদের দিকে গ্যাস ছুড়ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি