বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশ, ওবামাকেয়ার বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

276865_1

ডেস্ক রিপোর্ট ঃ

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাহী আদেশে স্বাস্থ্যসুরক্ষা আইন ওবামাকেয়ার বাতিলের নথিতে সই করেছেন।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বেশ কিছু ‘অত্যন্ত অর্থপূর্ণ’ নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা ছিলো এই নব নির্বাচিত প্রেসিডেন্টের। তারই অংশ হিসেবে তিনি ওবামাকেয়ার বাতিলের নথিতে সই করেছেন।

এছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ, অভিবাসন, জ্বালানি ও লবিইং নিষিদ্ধকরণের মতো বিষয়গুলো ট্রাম্পের অগ্রাধিকারে থাকলেও আর কোন কোন বিষয়গুলোতে প্রথম দিনই সিদ্ধান্ত দেবেন তা এখনো অস্পষ্ট।

নব নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই বিভিন্ন মহলে ওবামাকেয়ারের স্থায়ীত্ব নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। ধারণা করা হচ্ছিলো ট্রাম্প প্রসাশন শপথ নেয়ার পরেই ওবামাকেয়ার বাতিল করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি