সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আপনারা কতজনই বা আমাকে ভোট দিয়েছেন : ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

277492_1

ডেস্ক রিপোর্ট ঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ১০০০ ভাগ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে রয়েছেন। ক্ষমতার গদিতে বসেই সিআইএ’র সঙ্গে সাম্প্রতিক সব মনোমালিন্য মিটিতে দিতেই যেন একথা বলেছেন ট্রাম্প।

শনিবার ভার্জিনিয়া রাজ্যে সিআইএ’র প্রধান কার্যালয় পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। খবর এবিসি নিউজের।

সংস্থাটির ৩০০ কর্মকর্তার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ১০০০ শতাংশ আছি। হাতেগোনা কয়েকজনও আপনাদের মতো কাজ করতে পারবে না। আপনারা জেনে রাখুন, আমি আপনাদের সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি, সম্মান করি। সিআইএ কর্মীদের মতো আর কাউকে আমি সম্মান করি না।’ মার্কিন প্রেসিডেন্টের সিআইএ কার্যালয় পরিদর্শনের বিষয়ে সংস্থাটির সাবেক উপপরিচালক মিশেল মোরেল জানান, ট্রাম্পের এ পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ও যথার্থ সংকেত।

তবে ট্রাম্পের বক্তব্য সরাসরি প্রত্যক্ষ করা এক সিআইএ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তার রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ কথায় অনেকেই হতাশ হয়েছেন। ট্রাম্প বলেন, ‘এই কক্ষের কতজনই বা আমাকে ভোট দিয়েছেন।’

ওই সিআইএ কর্মকর্তা বলেন, ‘আমরা সেই অর্থে রাজনৈতিক নই। আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি কিনা, এ নিয়ে প্রশ্ন তোলাটা খুবই আক্রমণাত্মক এবং প্রেসিডেন্টের এমন বক্তব্য অনাহূত।’

সিএনএন জানায়, ট্রাম্পের এ বক্তব্য খুব একটা ভালোভাবে নেননি অনেক সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা। সদ্য সাবেক সিআইএ প্রধান ব্রেনানের মুখপাত্র নিক শাপিরো এক বিবৃতিতে বলেন, ‘সিআইএ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের মনগড়া বিশ্লেষণে সাবেক সিআইএ পরিচালক ব্রেনান কষ্ট পেয়েছেন এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি