সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিয়ানমারের নির্যাতনে বাংলাদেশে রোহিঙ্গারা ভিখারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

rohingyas_3

ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে ৬৫ হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোহিঙ্গাদের এদেশে পালিয়ে আসতে সাহায্য করায় ১৬৮ জনের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বলেছে। প্রতিদিন রোহিঙ্গাদের জনস্রোত কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সাহায্য চাইছে। এদের বেশিরভাগ নারী ও শিশু।

এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাস্তার ধারে ভোর হবার পরেই জড়ো হয়ে বসে থাকে সাহায্যের আশায়। যারা ছুটি কাটাতে মহাসড়ক ধরে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যায় তারাই রোহিঙ্গাদের প্রধান লক্ষ্য। নাগরিক পরিচয়বিহীন এসব মানুষ মিয়ানমারে তাদের জন্মগত নাগরিকত্ব হারিয়ে বাংলাদেশে শরণার্থীতে রুপান্তরিত হয়েছে। দিনের অধিকাংশ সময় যাদের কাটে ভিক্ষাবৃত্তিতে।

যারা অবকাশে বেড়াতে যাচ্ছেন তাদের মধ্যে বিশ্বের সবচেয়ে নিরাশ্রয়ী ও নাগরিক পরিচয়বিহীন এসব রোহিঙ্গা করুণা সৃষ্টি করার চেষ্টা করে। অনেক রোহিঙ্গা এখনো মিয়ানমার সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকে পড়ার জন্যে। নগদ কিছু সাহায্য কিংবা আশ্রয় এদের একমাত্র প্রার্থনা।

রোহিঙ্গাদের প্রতিদিন এভাবেই কাটে। উখিয়া ও টেকনাফে অন্তত দেড় লাখ রোহিঙ্গা চারটি বস্তিতে চরম দুর্বিপাকে দিন কাটাচ্ছে।

বাংলাদেশ সরকারি ও বেসরকারিভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বিধি অনুয়ায়ী রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশকারী এবং আইন অনুযায়ী তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পারে না। কিন্তু মানবতা বা মানবিক দিকটি এখানে অন্য বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মহাসড়কের এক পাশে ৫২ বছর বয়সী এক রোহিঙ্গা নারী সামুদা খাতুন জানান, দানশীল মানুষ গাড়ি ও মাইক্রোবাসে করে যাবার সময় আমাদের অর্থ ও শীতের কাপড় সাহায্য দেয়।

কুতুপালং ইউনিয়ন পরিষদের মৌলভি বখতিয়ার আহমেদ জানান, এসব দানশীল মানুষ টেকনাফ হয়ে সেন্ট মার্টিনে বেড়াতে যায়, এসময় তারা যা পারে রোহিঙ্গাদের সাহায্য করে।

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক, কুতুপালং, টিএন্ডটি কলেজ গেট, নিউ ফরেস্ট অফিস, বালুখালি, থাইঙ্গখালি, দমদমিয়া, লেদা ও জাদিমুরা এলাকায় এধরনের রোহিঙ্গা মানুষ অন্যের সাহায্যের আশায় অপেক্ষা করে।

কক্সবাজারের ডেপুটি কমিশনার মো: আলী হোসেন জানান, প্রশাসনের অনুমতি ছাড়া কেনোপ্রকার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সাহায্য রোহিঙ্গাদের দেওয়া যায় না।

সরকারি হিসেবে ৬৫ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম সম্প্রতি বাংলাদেশে ঢুকে পড়ে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হত্যাযজ্ঞ, নির্যাতন, ধর্ষণ সইতে না পেরে এরা বাধ্য হয়ে বাংলাদেশে আসছে। মিয়ানমারে পুলিশ ফাঁড়িতে হামলায় ৯ জন পুলিশ সদস্য মারা যাওয়ার পর রাখাইন অঞ্চলে এধরনের অভিযান শুরু হয়।

এরপর নতুন করে ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ার পাশাপাশি গত এক দশকে প্রায় ৫ লাখ রোহিঙ্গার অধিকাংশই ‘উদ্বাস্তু’ পরিচয় ছাড়াই বসবাস করছে।

যখন সরকারিভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ার সময় রোহিঙ্গাদের পুশব্যাক করা হচ্ছে তাদের দেশ মিয়ানমারে, তখন মানবিক দিক বিবেচনা করে অনেকে এদেশে ঢুকে পড়তেও সমর্থ হচ্ছে বা আশ্রয় লাভ করছে। ভারতের চেয়ে ৩ গুণ ও চীনের চেয়ে ৭ গুণ বেশি ঘনবসতির দেশ বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১৫ জন বাস করে। এরপরও দালালদের সহযোগিতায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিস থেকে রোহিঙ্গাদের এদেশে ঢুকে পড়তে যেসব দালাল সাহায্য করছে তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়। প্রধানমন্ত্রীর অফিস আশঙ্কা করছে রোহিঙ্গাদের এদেশে ঢুকে পড়া অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে।

গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হচ্ছে কোস্টগার্ড ও বিজিবি সদস্যদের রোহিঙ্গাদের পুশব্যাকের পাশাপাশি তাদের মধ্যে যারা ঢুকে পড়ছে তাদের একটি চিহ্নিত স্থানে রাখা দরকার যাতে পুনরায় তাদের মিয়ানমারে পাঠানো সম্ভব হয়। গড়ে প্রতিদিন ১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে। রাখাইন অঞ্চলে গত বছর মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর এত ব্যাপকভাবে রোহিঙ্গা এদেশে আসছে। অথচ এর আগে দিনে জনা পঞ্চাশেক রোহিঙ্গা ঢুকে পড়তে পারত।

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে বান্দরবান ও কক্সবাজার এলাকা জুড়ে। এ সীমান্তের ৫২ কিলোমিটার হচ্ছে নাফ নদী। এছাড়া কোনো সীমান্ত এলাকা খুবই দুর্গম যেখানে বিজিবির পক্ষে এখনো টহল দেওয়া সম্ভব হচ্ছে না। নাফ নদী দুটি দেশের সীমান্তকে বিভক্ত করেছে যে এলাকা জুড়ে সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। নাফ নদী দিয়েই রোহিঙ্গারা সহজেই অবৈধভাবে ঢুকে পড়ছে।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ১৫৪ থেকে ১৬৮ জন দালাল কক্সবাজার ও বান্দরবানে রোহিঙ্গাদের ঢুকে পড়তে সাহায্য করছে। এছাড়া জেলে ও নৌকার মাঝিরাও এ কাজে জড়িত। টাকার বিনিময়ে নিরাশ্রয়ী রোহিঙ্গাদের তারা এদেশে আসতে সাহায্য করছে। রোহিঙ্গাদের অনেক আত্মীয় স্বজন এদেশে বাস করছে, তারাও রোহিঙ্গাদের আসতে ভূমিকা রাখছে।

বিজিবি’র চোখ ফাঁকি দিতে রাতের আঁধারকে বেছে নেওয়া হচ্ছে রোহিঙ্গাদের এদেশে ঢুকে পড়ার কাজে। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায় করছে দালালরা।

ডেইলি স্টার থেকে অনুবাদ। ঢাকা থেকে পার্থ প্রতিম ভট্টাচার্য এবং মোহাম্মদ আল-মাসুম মোল্লা ও কক্সবাজার থেকে মোহাম্মদ আলী জিন্নাত এ প্রতিবেদনটি তৈরি করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি