সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাত জাগতে হবে মোদিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৭

modi

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাত সাড়ে এগারোটা পর্যন্ত জেগে থাকতে হবে ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

কারণ, ঠিক ওই সময়েই ফোন করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগেও মোদি আর ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

ট্রাম্প শপথ নিয়েছে চারদিন হল। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি কথা বলতে শুরু করেছেন। আগে কথা হয়েছে চার জনের সঙ্গে। সেই তালিকায় মোদি পাঁচ নম্বরে। দুই রাষ্ট্রনায়কের মধ্যে কতক্ষণ কথা হবে, কী কী বিষয় নিয়ে কথা হবে, তা অবশ্য জানা যায়নি। তবে ট্রাম্প যে আজ মোদিকে ফোন করবেন, তা হোয়াইট হাউস থেকে এক বিবৃতি মারফত জানানো হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার সময় বেলা একটায় ফোন করার কথা। তখন ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা। অর্থাৎ, মোদিকে জেগে থাকতে হবে। অপেক্ষা করতে হবে, কখন বেজে উঠবে টেলিফোন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি