সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর অপেক্ষায় পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

daud-ibrahim-550x366
পূর্বাশা ডেস্ক:

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তথ্য বলছে, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার ফলে তিনি এখন অনেকটা নিঃসম্বল। আর এই কারণেই এই মাফিয়া ডনের প্রতি পাকিস্তানের আগ্রহ কমে আসবে। আর ভারতের গোয়েন্দা সূত্রের খবর বলছে, পাক সেনা এবং আইএসআই দাউদের দায় কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু জীবিত অবস্থায় তাঁকে ভারতের হাতে তুলে দেওয়াটাও কঠিন ইসলামাবাদের কাছে। সেক্ষেত্রে পাকিস্তানের অনেক গোপন ভারত-বিরোধিতার তথ্য ও প্রমাণ সামনে চলে আসবে। তাই দাউদের মৃত্যুই এখন সবচেয়ে বেশি কাম্য পাকিস্তানের কাছে। -খবর, আনন্দবাজার পত্রিকা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, দাউদকে নিঃসম্বল করে দিতে পারলে তাকে ফিরে পাওয়া অনেকটাই সুবিধেজনক হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন আগে দাউদের কাছ থেকে প্রচুর অর্থ পেত। তাতে এখন অনেকটাই ভাঁটা। সে দেশে এখন যথেষ্ট কোণঠাসা অসুস্থ এই মাফিয়া ডন। এমতাবস্থায় দুবাইয়ের সাম্রাজ্য চলে গেলে পরিস্থিতি তাঁর পক্ষে আরও কঠিন হয়ে দাঁড়াবে। রাষ্ট্রপুঞ্জ দাউদ ইব্রাহিমের গায়ে ‘নিষিদ্ধ’ তকমা লাগিয়ে দেওয়ায় তাঁকে নিয়ে পাকিস্তানের বিড়ম্বনা আরও বেড়েছে।

সংযুক্ত আরব আমিরাতে দাউদ ইব্রাহিমের ১৫ হাজার কোটি টাকার যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে, একাধিক বিলাসবহুল ভিলা, নাইট ক্লাব, ক্যাসিনো, হোটেল, আস্তাবল, নাইট ক্লাব। এসব সম্পদ বাজেয়াপ্তের ফলে অনেকটাই কনঠাসা হয়ে পড়েছেন এই মাফিয়া ডন। আবু ধাবির সাহায্য নিয়ে দাউদকে চাপে ফেলতে ধারাবাহিক ভাবে গত এক বছর ধরে চেষ্টা করে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি