রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এবারও সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন


এবারও সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

 

ssss-1-550x397

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যর ওই সার্চ কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন ও হাইকোর্টের একজন বিচারপতি, দুই শিক্ষাবিদ, মহা হিসাব নিরীক্ষক ও সরকরি কর কমিশনের চেয়ারম্যান। তারা সদস্য হিসাবে রয়েছেন। গতবারের কমিটি করা হয়েছিল চারজনের। এবার করা হলো ছয়জনের। গতবারের কমিটিতে পদবী হিসাবে যারা ছিলেন এবারও কমিটিতে ওই চারপদের চারজন রয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে।

এছাড়াও হাইকোর্টের একজন বিচারপতি রয়েছেন সদস্য হিসাবে। এছাড়াও আছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য শিরীন আখতার। সার্চ কমিটি গঠিত হয়ে গেছে। এখন প্রজ্ঞাপনের অপেক্ষা। প্রজ্ঞাপনের জন্য সময় নিচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এছাড়াও কিছু আনুষ্ঠানিকতা বাকি। সেগুলো সম্পন্ন করা হচ্ছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির চুড়ান্ত অনুমোদনের পর।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সার্চ কমিটির বিষয়ে সোমবার বিকেলে ও মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন দিক আলোচনা হয়। সেখানে নামও আলোচনা করা হয়। রাষ্ট্রপতি ছয় জনের কমিটি করার সিদ্ধান্ত দেন। কারা কারা কমিটির সদস্য হবেন তাও বলে দেন। এই সংক্রান্ত চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয় বুধবার সকালে। বঙ্গভবনের সূত্র জানায়, বুধবার সকালে আমরা ছয় জনের সার্চ কমিটি গঠন করার জন্য মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছি। ছয় জন সদস্যর মধ্যে একজন শিক্ষাবিদ ও একজন নারী সদস্য রাখা হয়। সব দল আইনজ্ঞ, শিক্ষাবিদ ও নারী সদস্য চেয়েছে। এই জন্য তিন সেক্টর থেকেই রাষ্ট্রপতি সদস্য রেখেছেন। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন বিষয়ে তার কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সোমবার বিকেলে ও মঙ্গলবার রাতে বৈঠক করেন। সোমবার সব নাম ঠিক করতে না পারায় মঙ্গলবার রাতে আবারও বৈঠক করেন। নাম চুড়ান্ত করেন। যাদেরকে সদস্য করা হয়েছে তাদের সম্মতি নেওয়া হয়েছে। এছাড়াও তাদের ব্যাপারে বিভিন্নভাবে খবরও নিয়েছেন। রাষ্ট্রপতি এমন কমিটি করেছেন যাতে করে এনিয়ে কোন বিতর্ক না হয়। রাষ্ট্রপতির ঘনিষ্ট সূত্র জানায়, তিনি আশাবাদী কমিটি সব দলের কাছে গ্রহণযোগ্য হবে। কেউ আপত্তি করবে না। করলে তা হবে দু:খজনক। যদিও বিএনপি সার্চ কমিটি গ্রহণযোগ্য হয়নি বলে মন্ত্রব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর। তিনি বলেছেন, এটা আওয়ামী লীগের পছন্দের সার্চ কমিটি হয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগ ওই চিঠি পাওয়ার পর তারা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। এই জন্য রাষ্ট্রপতির চিঠির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ অপেক্ষা করে বিকেল পর্যন্ত। পরে তারা সেটি পায়।

মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম বুধবার বিকালে জানান, তারা তৈরি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পেলে তারা সার্চ কমিটির বিষয়ে আদেশ জারি করবেন।

সূত্র জানায়, মন্ত্রী পরিষদ বিভাগ চিঠি পাওয়ার পর মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে দেখা করেন। তারা দুইজনে বৈঠক করার পর দুই বিচারপতির ব্যাপারে নাম জানতে ও সার্চ কমিটির বিষয়ে বৈঠক করতে তারা প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে বৈঠক করেন। প্রধান বিচারপতির কাছ থেকে বিচারপতির নাম নেন।

বঙ্গভবনের সূত্র জানায়, রাষ্ট্রপতি ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন ভিষয়ে বৈঠক করেন। বৈঠক করে তিনি ৩১ দলের কাছ থেকে প্রস্তাব নেন। আওয়ামী লীগ রাষ্ট্রপতির উপর সব দায়িত্ব ছেড়ে দেয়। আর চার দফা প্রস্তাব দেয়। তবে তা সার্চ কমিটির বিষয়ে নয়। নির্বাচন, নির্বাচন কালীণ সরকার, নির্বাচন পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে। বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য ১৩ দফা প্রস্তাব দেয়। এছাড়াও বাকি ২৯টি দল তাদের মতো করে প্রস্তাব দেয়।

রাষ্ট্রপতি ৩১ দলের প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত নেন। তিনি দেখেছেন, সব দলের কাছ থেকে প্রস্তাব এসেছে কমিটিতে একজন শিক্ষাবিদ, একজন নারী সদস্য ও আইনজ্ঞ রাখার ব্যাপারে। রাষ্ট্রপতি ৩১টি দলের প্রস্তাব বিবেচনা করা কালে সবার ধারনা ছিল তিনি নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে কমিটি করবেন। কিন্তু বিএনপি ভাবতেও পারেনি গতবারের কমিটিতে যারা ছিলেন রাষ্ট্রপতি এবার ওই ফর্মুলা অনুসরণ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ৩১ দলের প্রস্তাব অনুযায়ী তিনি চেষ্টা করেছেন সার্চ কমিটি করার। সেই হিসাবে বলে দেন কারা কারা সার্চ কমিটিতে থাকবেন। সার্চ কমিটিকে সময়ও বেধেঁ দেওয়া হয়েছে কাজ সম্পন্ন করার জন্য।

এদিকে সার্চ কমিটিতে যাদের নাম রয়েছে তারা প্রজ্ঞাপনজারি না হওয়ার কারণে আগেই কোন প্রতিক্রিয়া দিতে চাননি। তবে নাম থাকার বিষয়ে অধ্যাপক শিরীন আখতার বিডিনিউজ২৪.কমকে বলেছেন, আমি দুপুরে জানতে পেরেছি। এটা পবিত্র দায়িত্ব। সামনে নির্বাচন। দায়িত্ব পেলে তা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সকলের সহযোগিতায় সম্পন্ন করতে চাই।

অন্যান্য যারা সদস্য আছেন এরমধ্যে বাকি তিনজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ কমিটি গঠন হওয়ার আগে তারা মুখ খুলতে চাইছেন না।

মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র জানায়, তারা বুধবার সকালের রাষ্ট্রপতির চিঠি পান। ওই চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেন। মন্ত্রী পরিষদ বিভাগ সার্চ কমিটি গঠনের পর এর সাচিবিক দায়িত্বও পালন করবেন। এই কমিটি নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাম সুপারিশ করবেন। তাদের সুপারিশ করা নামের মধ্য থেকে রাষ্ট্রপতি পাঁচজনকে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।

বর্তমান কমিশনের চারজন কমিশনারের মেয়াদ শেষ হবে ৮ ফেব্রুয়ারি আর বাকি একজনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি চেষ্টা করবেন ৭ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনারদের নিয়োগ করতে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিকালে সাংবাদিকদের বলেন, এখনও কিছু কাজ বাকি আছে। ফাইল অনুমোদন হয়ে ফেরত এলে আমরা প্রজ্ঞাপন করা হবে। বুধবারই প্রজ্ঞাপন জারি করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। এখনও চুড়ান্ত কিছু বলতে পারছি না।

সচিব বলেন, সার্চ কমিটি নিয়ে গেজেট আজকেই (বুধবার) হবে কি না সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা কাজ করছি। যদি এরই মধ্যে কাজ শেষ হয়ে যায় তাহলে গেজেট হবে। তা না হলে দেরি হতে পারে।

সার্চ কমিটিতে নাম আসায় প্রতিক্রিয়া জানতে চাইলে শিরীণ আখতার গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে খবরটা পেলাম, আশা করি সুষ্ঠুভাবে এ দায়িত্ব পালন করতে পারব। সার্চ কমিটি গঠনসংক্রান্ত গেজেট আজকালের মধ্যেই হবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। কম্পোট্রোলার এন্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ এর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কাছে মোটামুটি স্বাভাবিক বিষয়। এটি গুরুদায়িত্ব। এখানে একটি বিষয় আছে সেটা হলো, এই কমিটি যাদেরকে নির্বাচন করবেন তাদের হাতে পরবর্তী জাতীয় নির্বাচনগুলো হবে। সুতরাং যাদেরকে নির্বাচন করা হবে, আইন যেমনই থাকুক না কেন তারপরেও যাদেরকে আমরা নির্বাচন করবো তাদেরকে ব্যক্তিগত সংস্কৃতি এবং তাদের যে আদর্শ সেটি অবশ্যই নির্বাচন পরিচালনা কালে কিছুটা হলেও কাজে লাগাতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি