সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানকে মোকাবেলায় ট্রাম্প বাদশাহ সালমান ফোনালাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের বাদশাহ সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার টেলিফোন কথাবার্তায় প্রাধান পায় কিভাবে এ দুটি দেশ ইরানকে মোকাবেলা করবে। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে এই দুই নেতা মধ্যপ্রাচ্যে ইরানের অস্থিতিশীল করার কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। যদিও জাতিসংঘের অনুমোদন ছাড়াই সৌদি আরব তার প্রতিবেশি দেশ ইয়েমেনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্যে সামরিক আগ্রাসন অব্যাহত রাখায় ১২ হাজারের বেশি মানুষ মারা গেছে ও দেশটিতে দুর্ভিক্ষময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়েমেনে এধরনের আগ্রাসনে বরাবরারের মতই মার্কিন যুক্তরাষ্ট্র সহ ব্রিটেন, ইসরায়েল ও মিত্রদেশগুরো নিশ্চুপ। বরং এসব দেশ সবসময় ইরানের বিরুদ্ধে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনছে।

এছাড়া ট্রাম্প এমন এক সময় সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে আলাপ করলেন যখন আইএস জঙ্গিদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করার ব্যাপারে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কাতার ও ইউরোপের তুরস্ক যে সক্রিয় রয়েছে তা আন্তর্জাতিক ও পশ্চিমা মিডিয়া প্রকাশ করে আসছে। সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিরা প্রায় পর্যুদস্ত হবার পর তাই সৌদি বাদশাহ ও মার্কিন প্রেসিডেন্টের টেলিফোনালাপে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে সাতটি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তা আগামী কৌশলগত সিদ্ধান্তের কোনো পূর্বাপর কি না।

সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও সন্ত্রাস মোকাবেলা ও সন্ত্রাসের পেছনে তহবিল যোগানের বিষয়টি নিয়ে আলাপ করেছে। ট্রাম্প এসময়ে সিরিয়া ও ইয়েমেনে সেফ জোন বা নিরাপত্তা এলাকা গড়ে তোলার ব্যাপারে একমত হলে বাদশাহ সালমান তা সমর্থন করেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই নেতা তেহরানের সঙ্গে কৃত পারমাণবিক চুক্তি অক্ষরে অক্ষরে  মেনে চলা হচ্ছে কি না সেদিকে নজর রাখার ব্যাপারে একমত হন। এছাড়া বিভিন্ন দেশ থেকে অভিবাসী ও শরণার্থীরা  যে দ্বন্দ্ব সংঘাতে দেশত্যাগে বাধ্য হচ্ছে সে নিয়েও কথা বলেন। তবে যে সাতটি মুসলিম দেশ থেকে অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে ব্যাপারে বাদশাহ কোনো প্রশ্নই তুলেছেন কি না তা রয়টার্সকে জানাতে পারেননি এই সূত্র। আন্তর্জাতিক মানবাধিকার ও বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও খোদ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ট্রাম্পের এধরনের অভিবাসী নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেও সৌদি আরব সহ এর মিত্র দেশগুলো কোনো কথা বলছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি