সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের বিরুদ্ধে সিনিয়র কর্মকর্তারা, আনুষ্ঠানিক সমালোচনার খসড়া প্রস্তুত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আনুষ্ঠানিক সমালোচনা করতে যাচ্ছেন। এরইমধ্যে অনুষ্ঠানিক সমালোচনার একটি খসড়াও তৈরি করেছেন তারা। খসড়াতে উল্লেখ আছে, অভিবাসনের উপর বিধিনিষেধ আরোপ করা অমার্কিনসুলভ, এভাবে যুক্তরাষ্ট্রকে নিরাপদ করা যাবে না।

অন্যদিকে, কূটনীতিকদের এই প্রতিবাদ করবার উদ্যোগকে কড়া ভাষায় সমালোচনা করেছে হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, যদি ট্রাম্পের অভিবাসন নীতি আপনাদের কাছে সমস্যার মনে হয় তবে আপনারা বিদায় নিতে পারেন।

এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস বলেছেন, তার অফিস আদালতে ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বিচার বিভাগ থেকে প্রতিবাদের এই খবর এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতি নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় বইছে।

রেওয়াজ অনুযায়ী কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের কর্মকা- নিয়ে কখনো মন্তব্য করেন না। কিন্তু বারাক ওবামা রেওয়াজ ভেঙ্গে একটি বিবৃতি দিয়েছেন। অবশ্য ওবামা হোয়াইট হাউজ ত্যাগ করার আগে বলেছিলেন, তিনি যদি মনে করেন ট্রাম্প আমেরিকানদের মূল মূল্যবোধের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছেন, তাহলে হয়তো তিনি এটা নিয়ে কথা বলবেন। তার মুখপাত্র কেভিন লুইস বলেছেন, ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিষয়ক নীতির সাথে একমত পোষণ করেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি