শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বন্ধুর প্রতি টান বেশি কুকুরের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

মানুষ, ইঁদুর ও শিম্পাজির মত কুকুরও নিজ প্রজাতির সঙ্গে খাবার ভাগাভাগি পছন্দ করে। তবে নিজ প্রজাতির মধ্যে কুকুর তাদের বন্ধুদেরই অগ্রাধিকার দেয় খাবারের ভাগ দেওয়ার জন্য। ভিয়েনার এক গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের ফলাফলে দেখা যায় খাবার পাওয়ার পর একটি কুকুর তার প্রজাতির আরেক জনকে সে খাবার ভাগ করে দেয় এবং প্রথমেই তার বেশি পরিচিত কুকুরকে সেই খাবার দেওয়ার চেষ্টা করে। গবেষণার পরীক্ষাগারে একটি কুকুরকে টোকেনের মাধ্যমে খাবার সরবরাহ করে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষায় দেখা যায় খুব সহজ খেলায় তারা মস্তিষ্ক হালকা রাখতে পারে এবং মানুষের মতই অন্যান্য বন্ধুদের কথা ভাবে। পরীক্ষাগারে একের অধিক কুকুর থাকলে যে কুকুরটি খাবার টোকেন গ্রহণ করার চেষ্টা করে তার উদ্দীপনা বেড়ে যায় কারণ তখন তার বন্ধুর জন্যও খাবার সংগ্রহ করতে হবে তাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি