শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক বরখাস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমরান হুসাইনকে বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে থিসিস জালিয়াতির অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুককে সাময়িক বহিষ্কার করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

উপ-উপাচার্য বলেন, যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেট সভায় শিক্ষক এমরান হুসাইনকে বরখাস্ত ও থিসিস জালিয়াতির অভিযোগে ওমর ফারুককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য,২০১১ সালে নিজ বিভাগের মাস্টার্সের এক ছাত্রী এমরান হুসাইনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন । এরপর তাকে সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি