সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এম্বুলেন্সের ভিতরে রোগিণী ধর্ষণের চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্যাঙ্গালুরুতে হাসপাতালে নেয়ার পথে এম্বুলেন্সের ভিতরে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছে এক অটোরিক্সা চালক। এ অভিযোগে পুলিশ ইয়েলাচেনাহাল্লির বাসিন্দা সিদ্ধরাজু (৩২)কে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, সুব্রামান্যপুর প্রধন সড়কের পাশের একজন বাসিন্দা ৪২ বছর বয়সী নারীকে ঘটনার দিন হাসপাতালে নেয়া হচ্ছিল। এ সময় পথে একজন অটোরিক্সা চালক তাকে ধর্ষণের চেষ্টা করে এম্বুলেন্সের ভিতরে। ওই নারী বিষয়টি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের জানান। চিকিৎসকরা তাকে পুলিশের কাছে অভিযোগ দিতে উৎসাহিত করেন। ফলে ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে সিদ্ধরাজুকে। গত সপ্তাহে মঙ্গলবার সকালের দিকে ওই নারীকে একটি এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল পদ্মনাভনগরে একটি হাসপাতালে। তিনি অচেতন হয়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছিলেন। এ জন্য তাকে হাসপাতালে নেয়া হচ্ছিল। এম্বুলেন্সের পিছনে তার পাশে তখন ছিল সিদ্ধরাজু। তাকে হাসপাতালে নেয়ার পথে সিদ্ধরাজু তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় এম্বুলেন্সের পিছনে ওই নারী ও সিদ্ধরাজু ছাড়া আর কেউ ছিল না। তবে ওই নারীর স্বামী ছিলেন এম্বুলেন্সের সামনে চালকের পাশে বসা।

এম্বুলেন্সটিতে রোগির কেবিন ও চালকের কেবিন আলাদা করা। ধাতব পদার্থ দিয়ে এম্বুলেন্সের এ দুটি কেবিন আলাদা করা আছে। এমন নিঃসঙ্গতার সুযোগ নিয়ে ওই নারীকে ধর্ষণে উদ্যত হয় সিদ্ধরাজু। কিন্তু হঠাৎ করে চেতনা ফিরে আসে তার। তিনি সিদ্ধরাজুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু তখন সিদ্ধরাজু তার ওপর শক্তি প্রয়োগ করে। এ অবস্থায় ওই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু তার স্বামী বা এম্বুলেন্সের চালক কেউই তা শুনতে পান নি। এমনটা বলেছেন পুলিশের কর্মকর্তারা। বলা হয়েছে, ওই নারীকে হাসপাতালে নেয়ার পর তাকে ভর্তি করা হয়। তিনি কিছুটা সুস্থ হওয়ার পর এম্বুলেন্সের ওই ঘটনা খুলে বলেন চিকিৎসকদের। তাদের উৎসাহেই ওই নারী পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফোন দিয়ে ওই নারীকে মামলা করতে বলে। এর পর মামলা হয়। এম্বুলেন্স চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওদিকে গত বৃহস্পতিবার পদ্মনাভনগর থেকে অভিযুক্ত সিদ্ধরাজুকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যেহেতু চালক এম্বুলেন্স চালাচ্ছিলেন এবং তার কেবিন রোগির কেবিন থেকে আলাদা তাই তিনি ধর্ষণ চেষ্টা সম্পর্কে অবগত নন।

ওদিকে সিদ্ধরাজু সম্পর্কে বলা হয়েছে, সে ওই  শহরের হাসপাতাল এলাকাগুলোতেই তার অটোরিক্সা চালায়। যখনই ক্লান্ত হয়ে পড়ে তখনই হাসপাতালের কাছে পার্কের ভিতর তার অটোরিক্সা পার্ক করে তার ভিতর ঘুমিয়ে পড়ে। রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন সে একইভাবে অটোরিক্সার ভিতর ঘুমাচ্ছিল। এম্বুলেন্স চালক তাকে তাদের সঙ্গে যেতে বলেন। বলেন, বাইরে অনেক ঠান্ডা। তাই তাকে এম্বুলেন্সের ভিতর বিশ্রাম নিতে। এর দু’এক মিনিটের মধ্যে এম্বুলেন্সের ডাক পড়ে। একজন নারীকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয় এর চালককে। তিনি তাই করেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা যখন সিদ্ধরাজুকে গ্রেপ্তার করেন তখন সে পালাতে চেষ্টা করে। কিন্তু পড়ে গিয়ে আহত হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে তাকে বিচার বিভাগীয় হেফাজতে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি