সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পে সুপ্রিম কোর্টের মনোনয়ন নিয়ে লড়াই হবে ডেমোক্রেট-রিপাবলিকানদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ৪৯ বছর বয়সী বিচারক নিল গোরসাশকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে হোয়াইট হাউজ থেকে এ ঘোষণা দিয়েছেন তিনি। মনোনয়ন পেয়ে ওই বিচারপতি বলেছেন, তিনি উদ্বেলিত। আনন্দিত। যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের এ পদটি এক বছরের মতো শূন্য পড়ে আছে। এ পদে গত বছর বিচারক মেরিক গারল্যান্ডকে মনোনয়ন দিয়েছিলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার সেই সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছিল রিপাবলিকানরা। এবার ট্রাম্প যখন গোরসাশকে মনোনয়ন দিলেন তখন ডেমোক্রেট সিনেটররা এ সিদ্ধান্তের বিরোধিতা করবে। তবে তারা কিভাবে তা করবে এবং আদৌ ট্রাম্পের এ মনোনয়ন আটকে দিতে পারবে কিনা তা স্পষ্ট নয়। ওদিকে গোরসাশকে ব্যতিক্রমী হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, এ নিয়োগকে কেন্দ্র করে সিনেটের নিয়ম নীতিতে অনেকটাই পরিবর্তন আসতে পারে। স্বাভাবিক অবস্থায় এমন নিয়োগ নিয়ে বিরোধী পক্ষের, এক্ষেত্রে ডেমোক্রেটদের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এখন স্বাভাবিক সময় নয়। হোয়াইট হাউজে ট্রাম্পের সময় পাড় হয়েছে ১২ দিন।

এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে ‘যুদ্ধকৌশল’ শুরু হয়ে গেছে। এখনও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ কিছু পদে মনোনয় বাকি আছে। সেগুলোর জন্য অপেক্ষা করছে ডেমোক্রেটরা। অনলাইন সিএনএন লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিচারপতি হিসেবে যে গোরসাশকে মনোনয়ন দিয়েছেন তিনি কলোরেডোর কেন্দ্রীয় আপিলেট জজ। তাকে দিয়ে রিপাবলিকানরা দশকের পর দশক তাদের নির্দেশনা বা কর্তৃত্ব অটুট রাখার সুযোগ নিতে পারে। তাকে নির্বাচিত করায় সিনেট ডেমোক্রেটদের সঙ্গে তীব্র সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে রিপাবলিকানদের। এখনও সিনেট ডেমোক্রেটরা রিপাবলিকানদের ওপর ক্ষুব্ধ। কারণ, তারা বারাক ওবামার মনোনীত বিচারক মেরিক গারল্যান্ডকে প্রত্যাখ্যান করেছিল। তবে গোরসাশকে পরিচয় করিয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সেরা একজন বিচারক হিসেবে তিনি প্রতিশ্রুতিশীল। যুক্তরাষ্ট্রের ভোটারাও এই ইস্যুতে ভোট দিয়েছেন। আমি আসলে কথা রাখার মানুষ। আমি সুপ্রিম কোর্টে নিল গোরসাশকে মনোনয়ন দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে আরও একটি প্রতিশ্রুতি রক্ষা করছি। গত বছর ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যন্তোনিন স্ক্যালিয়ার অকস্মাৎ মৃত্যু হয়। তারপর থেকে সুপ্রিম কোর্ট চলছে ৮ জন বিচারককে দিয়ে। এখন যদি নিল গোরসাশের মনোনয়ন কার্যকর হয় তাহলে তিনি প্রয়াত স্ক্যালিয়ার ধারা বা আদর্শ অব্যাহত রাখবেন বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে সহযোগিতা করবেন চারজন রক্ষণশীল, চারজন উদারপন্থি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি