শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রেমে ছিন্ন রক্তের বন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রহস্যময় এক অনুভূতির নাম প্রেম। সৃষ্টির শুরু থেকে বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগেও প্রেম নিয়ে কৌতূহলের শেষ নেই। বিপরীত লিঙ্গের একে-অন্যের প্রতি পূর্ণ আসক্তিকেই প্রেমের বহিঃপ্রকাশ বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। রবীন্দ্রনাথ বলেছেন, ‘প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন’। একইভাবে জর্জ বার্নার্ড শ বলেছেন, ‘প্রেম হলো সিগারেটের মতো, যার আরম্ভ হলো আগুন দিয়ে আর শেষ পরিণতি ছাইয়ে।’ তবুও মানুষ ভালোবাসে। যেন ভালোবাসা ছাড়া জীবন অচল। বলা হয়ে থাকে ‘প্রেম স্বর্গ থেকে আসে’। সেই স্বর্গীয় প্রেম অনেকের জীবনকে ধন্য, পুণ্য ও পূর্ণ করে। আবার এই প্রেমের কারণেই নিঃস্ব হতে হয় অনেককে। প্রেমের কারণেই ছিন্ন হয়ে যায় রক্তের বন্ধন। এমনকি মা-বাবাও পর হয়ে যান। প্রকাশ্যে অস্বীকার করা হয় তাদের। স্বামী ছেড়ে যান স্ত্রীকে এবং স্ত্রী ছেড়ে যান স্বামীকে। ঘটে খুন-খারাবির ঘটনাও। জনক-জননী, রক্তের বন্ধন, জাত-ধর্ম সবকিছু তুচ্ছ করে দেয় প্রেম। দেশ জুড়ে এরকম ঘটনা ঘটছে প্রতিদিনই।
পত্রিকায় গড়ে প্রতিদিন এরকম অন্তত একটি সংবাদ প্রকাশিত হচ্ছে। বছরে তিন শতাধিক প্রেমের ঘটনায় ছিন্ন হচ্ছে রক্তের বন্ধন। তবে এরকম সকল ঘটনা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে না। যে কারণে এর সংখ্যা আরো অনেক বেশি বলেই ধারণা করছেন সমাজবিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, যখন কেউ প্রেমে পড়েন, তখন ওই ব্যক্তি একটা ঘোরের মধ্যে থাকেন। এটাকে বলা হয় ‘অবসেশন পিরিয়ড’ বা ঘোর লাগা সময়। ওই সময়ে সামাজিক-পারিবারিক কোনো বিষয়ই তার মস্তিষ্কে স্থান পায় না। যে কারণে স্বজনরাও পর হয়ে যান। মা-বাবা ও স্বামী ও স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই  কলেজপড়ুয়া নীতি হালদার বিয়ে করেছেন জুয়েল হাওলাদারকে। দীর্ঘদিনের এই প্রেমের কারণে ধর্মান্তরিত হয়ে নীতি নাম ধারণ করেছেন ফাতিমা। এই প্রেম ঠেকাতে তাকে বিয়ে দেয়া হয়েছিলো নিজ গোত্রের এক ছেলের সঙ্গে। কয়েক মাসের সেই সংসার ভেঙেই প্রেমিককে বিয়ে করেছেন নীতি। বিয়ের পর কেটে গেছে প্রায় এক বছর কিন্তু ধর্মান্তরিত এই তরুণীর সঙ্গে যোগাযোগ নেই তার মা-বাবার। ঘটনাটি ঝালকাঠি জেলার রাজাপুর সদরের।
সীতাকুণ্ডের তরুণী পূজা বড়ুয়া। কণ্ঠশিল্পী হিসেবে বেশ পরিচিত। কোচিং সেন্টারে পড়তে গিয়ে ‘আই কণ্ট্রাক’ হয় তরুণ শিক্ষক সালমান রোহানের সঙ্গে। তারপর প্রেম। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সমাজ, সংসার। অবশেষে সবকিছু পেছনে ফেলেই গত বছরের জুলাইয়ে রক্তের বন্ধন, ধর্ম-বর্ণ ছেড়ে ঘর বাঁধেন দুজনে। পূজা হয়ে যান সাদিয়া। কিন্তু পূজার বাবার অপহরণ মামলায় গ্রেপ্তার হতে হয়েছিলো প্রেমিক সালমানকে। তা অবশ্য অল্পদিনের। কারণ দুজনেই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় বিয়ে করেছেন তারা।
ধর্ম কোনো প্রতিবন্ধকতা ছিল না অনেকের ক্ষেত্রে। তবু মা-বাবা মেনে নেন না প্রেমের সম্পর্ক। তখনও মা-বাবাকে দূরে ঠেলে প্রেমিক-প্রেমিকা সংসার গড়েন। এমনটিই ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগরের সরকারি কলেজের ছাত্রী নুরুন নাহার ইরার ক্ষেত্রে। প্রেমের টানে গত বছরের ১৯শে জুন প্রেমিক সিরাজুল ইসলাম নয়নের হাত ধরে মা-বাবার ঘর ছাড়েন তিনি। এ বিষয়ে থানা পুলিশ পর্যন্ত অভিযোগ করেন ইরার মা। জুলাইয়ে পুলিশ তাদের আটক করলেও মা-বাবার জিম্মায় যাননি ইরা। প্রেমের কারণেই তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।
ডানা নেই তাতে কি। ভালোবাসার টানে পাখি হতে পারে প্রেমিক মানুষ। পাখির মতো উড়ে যেতে পারে পৃথিবীর  এপ্রান্ত থেকে ওপ্রান্তে। এরকম ঘটনা ঘটছে প্রায়ই। স্বদেশ, স্বজাতি, স্বজন ছেড়ে দূরের বাসিন্দাকে ভালোবেসে এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাচ্ছেন নর-নারীরা। গত ৩রা জানুয়ারি বিয়ে হয়েছে এরকম প্রেমিক যুগলের।  প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশে চলে এসেছেন ৪৭ বছর বয়সী নারী সেওমা বিজেরা। সব বাধা  পেরিয়ে পা রেখেছেন প্রেমিক আব্দুর রকিবের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা বারৈইকান্দি গ্রামে। মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আব্দুর রকিবের সঙ্গে ৯ মাস আগে ফেসবুকে পরিচয়, পরে প্রেমের সম্পর্ক হয় পেশায় শিক্ষক সেওমা বিজেরার।
একইভাবে ভালোবাসার টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাবা-মা, স্বজনদের ছেড়ে ঝিনাইদহে প্রেমিকের কাছে এসেছেন মার্কিন তরুণী এলিজাবেথ। সামাজিক যোগাযোগ মাধ্যমেই সম্পর্ক হয়। মা-বাবা বাধা দিয়েছিলেন এলিজাবেথকে। কিন্তু প্রেমতো বাধা মানে না। লেখাপড়া শেষ করে ওয়াশিংটনে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে চাকরি নেন। টাকা জমিয়ে ২রা জানুয়ারি ছুটে আসেন বাংলাদেশে। ৬ই জানুয়ারি বিয়ে করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে।
প্রেমের টানে এক সংসার ভেঙে গড়ছে আরেক সংসার। এরকম ঘটনা মোটেও কম না। সিলেটের বিয়ানীবাজারের মেয়ে সোহানী আক্তার স্বামীর সঙ্গে ছিলেন আমেরিকায়। সেখানে থেকেই ফেসবুকে সিলেটের যুবক আশফাকের প্রেমে পড়েন তিনি। অতঃপর স্বামী ও এক শিশু সন্তান রেখেই প্রেমিকের কাছে ছুটে আসেন। স্বামীকে তালাক দিয়ে বিয়ে করেন প্রেমিককে। গত বছরের এপ্রিলের ঘটনা এটি। একাধিক সন্তান রেখেও প্রেমের টানে ঘর ছাড়ছেন অনেকে। ঘটনাটি ১লা জানুয়ারি ভৈরব শহরে। দুই সন্তান রেখেই ৩৫ বছর বয়সী দ্বীপা মজুমদার ২১ বছর বয়সী হৃদয় কর্মকারের সঙ্গে স্বামীর ঘর ছাড়েন।
প্রেমের পরিণতি হিসেবে বিয়ে করতে আপ্রাণ চেষ্টা করেন প্রেমিক-প্রেমিকারা। তাই বিয়ের দাবিতে অনশনের ঘটনা ঘটছে প্রায়ই। এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন অনেকে। এরকম একটি ঘটনা ঘটে গত বছরের ১৯শে সেপ্টেম্বর। প্রেমিক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুন্দিরাপাড়া গ্রামে আব্দুর রহমানের ছেলে আবু রায়হান। রায়হানকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করে তানিয়া। মোবাইলফোনের সূত্র ধরে গড়ে ওঠা এই সম্পর্কের অত্যন্ত নির্মম পরিণতি ঘটে। তানিয়া তার বাড়িতে গেলে রায়হান পালিয়ে যায়। তারপরই আত্মহত্যা করে মাধ্যমিকের ছাত্রী তানিয়া।
এরচেয়েও নির্মম ঘটনা। প্রেম কখনো কখনো মানুষকে অমানুষে পরিণত করে। শিউরে ওঠার মতো ঘটনা। প্রেমের জন্য নিজ শিশু সন্তান আরাফাতকে হত্যা করেছিলো পাষণ্ড পিতা জাহাঙ্গীর আলম। ঘটনাটি ঘটে গত বছরের ১১ই জুলাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে। স্ত্রী খাদিজার অভিযোগ, অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জাহাঙ্গীরের। স্ত্রী-সন্তানকে বাধা মনে করতো সে। এ বিষয়ে ওই দিন রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। পরে ঘুমন্ত শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে জাহাঙ্গীর। পুলিশের জিজ্ঞাসাবাদেও বিষয়টি স্বীকার করে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার উজানপাড়া গ্রামে।
গত বছরের ২৫শে অক্টোবর রাতে বরিশাল নগরীর ভাড়া বাসায় হত্যা করা হয় প্রবাসী টিপু সওদাগরকে। টিপু দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। এ সুযোগে তার স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যান তার ছোট ভাই মুনসুর সওদাগর। টিপু  দেশে ফেরার পরই অসহ্য যন্ত্রণায় ভুগেন প্রেমিক-প্রেমিকা। টিপুকে হত্যার ষড়যন্ত্র করা হয়। ষড়যন্ত্র অনুসারে বরিশাল নগরীর বাসায় ভাই মুনসুর ও তার ভাড়া করা সন্ত্রাসীরা তার বড় ভাই টিপুকে হত্যা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।
গত বছরের ২রা মে নিজ স্ত্রীর প্রেমিকের হাতে জীবন দিতে হয়েছে রাজধানীর চকবাজার থানার ওয়াটার ওয়ার্কস রোডের ৫৯ নম্বর বাড়ির বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ জামিলকে। ওই দিন রাতে স্ত্রী মৌসুমির সহযোগিতায় তার প্রেমিক জুয়েল ও সঙ্গীরা ঘরে ঢুকে জামিলকে হত্যা করে। আদালতে জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে আসামিরা। দীর্ঘদিন থেকে ভগ্নিপতি জুয়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৌসুমির। প্রেমে বাধা দূর করার জন্যই পরিকল্পিতভাবে জামিলকে হত্যা করা হয় বলে তারা স্বীকার করে।
প্রেমের কারণে রক্তের বন্ধন ছিন্ন হওয়ার জন্য পারিবারিক ব্যবস্থাকে দায়ী করেছেন সমাজবিজ্ঞানীরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অপরাধ বিজ্ঞানী তৌহিদুল হক বলেন, প্রেম হচ্ছে আবেগের বিষয়। আবেগের বিষয় অস্বীকার করা যায় না। উন্নত বিভিন্ন দেশে ফ্যামেলি ম্যানেজমেন্ট বলে একটা বিষয় আছে। তাদের শেয়ারিং-কেয়ারিং সত্যি চমৎকার। কিন্তু আমাদের দেশে অভিভাবকদের সঙ্গে সন্তানদের অনেক দূরত্ব থাকে। খোলামেলা আলোচনা হয় না। অথচ ইয়ং বয়সে তা খুব প্রয়োজন। ওই সময়ে মানুষের শারীরিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। যে কারণে মা-বাবার সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় উল্লেখ করে এই সমাজবিজ্ঞানী বলেন, শেয়ার না করার কারণে অভিভাবকের সঙ্গে দূরত্ব থাকে। অনেক সময় প্রেমের কারণে সহজেই তারা পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন্‌ করে। ধর্ম পরিবর্তন করে। মা-বাবাকে অস্বীকার করতেও তোয়াক্কা করে না। কিন্তু পরে একটা সময় আসে তাদের অনেকে বলে- ভুল করেছি। এটা ঠিক করেনি। এজন্য অভিভাবকদের আরো সচেতন হতে পরামর্শ দেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি