রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্থানের পর উল্টো পথে শেয়ারবাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৭

ডেস্ক রিপোর্ট :

উল্টো পথে হাঁটতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। গত জানুয়ারির শুরুতে হঠাৎ বাজারের ঊর্ধ্বমুখী ধারা দেখা দেয়। মাস শেষ না হতেই শুরু হয় ধারাবাহিক পতন। চলতি ফেব্রুয়ারির শুরুতেই তা বড় পতনে রূপ নিয়েছে। অবশ্য বাজার সংশ্লিষ্ট ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা এ দরপতন ‘সাময়িক’ বলে মন্তব্য করেছেন। তারা জানান, নানা কারণে ভীতি ছড়িয়ে পড়েছে ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের মধ্যে। তারা শেয়ার বিক্রি করতে থাকাতেই এ দরপতন। শিগগিরই এ অবস্থার অবসান হবে বলে আশা করছেন তারা।
গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হওয়া ৮৪ শতাংশ শেয়ারের দর কমেছে। সিংহভাগ শেয়ারের দর কমার কারণে বাজারের প্রধান সূচকের পতন হয়েছে ২ শতাংশ। এমনকি গত জানুয়ারির তুলনায় লেনদেন অর্ধেকে নেমেছে। গতকাল দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসইতে ৭৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানুয়ারি মাসের ২৩ কার্যদিবসে দৈনিক গড়ে ১ হাজার ৫৭৫ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়। মাত্র সাত কার্যদিবস আগেই এ বাজারে লেনদেন ছিল ২৩শ’ কোটি টাকার শেয়ার।
গতকালেরলেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ২৯২ কোম্পানির শেয়ারের মধ্যে অন্তত ৮০টি লেনদেনের প্রায় পুরো সময়ে বুধবারের তুলনায় দর হারিয়ে কেনাবেচা হয়। শেয়ারদর, সূচক ও লেনদেনে সার্বিক নিম্নমুখী ধারার জন্য ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের অধিক মাত্রায় শেয়ার বিক্রির প্রবণতাকে দায়উ করেছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, আরও দরপতনের ভীতি থেকে অনেকে শেয়ার বিক্রি করছেন। এ দরপতন সাময়িক জানিয়ে ধৈর্য ধরতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক পরামর্শ দিলেও তাতে আস্থা রাখছেন না কিছু বিনিয়োগকারী।
মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান বলেন, এ দরপতনের কোনো মানে হয় না। এখন সব কিছুই ভালো চলছে। অর্থনীতিতে সংকট নেই। সামনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা আসছে। স্বল্প সময়ের মধ্যে এ মুনাফা পাওয়ার সুযোগ থাকায় এসব খাতে আরও নতুন বিনিয়োগ আসার কথা। এ অবস্থায় কেন দরপতন হচ্ছেথ তা বোধগম্য নয়।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তারাও জানান, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ভীতি দেখা গিয়েছিল। অবশ্য গত মঙ্গল ও বুধবার তা কিছুটা প্রশমন হয়। অনেকটা বৃদ্ধির পর কিছুটা দর সংশোধন কাক্সিক্ষত। গতকালের দরপতনও উদ্বেগজনক নয় বলে দাবি করেন তারা। কর্মকর্তারা বলেন, শেয়ারদর হ্রাসের এ ধারা সাময়িক।
জানা গেছে, গতকাল শীর্ষ ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজ থেকে শেয়ার বিক্রির ব্যাপক চাপ ছিল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের গ্রাহকরাই শেয়ার বিক্রি করেছেন। আইডিএলসি থেকে বড় বিক্রি ছিল। গত কয়েক দিনের দরপতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির ব্যাপক অংশগ্রহণ থাকলেও গতকাল তা অনুপস্থিত ছিল। ফলে সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দরপতনের ধারা অব্যাহত ছিল। সমকাল
সাম্প্রতিক শেয়ার লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গত নভেম্বর থেকে ক্রমে বাড়ছিল তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার। সঙ্গে লেনদেনও বাড়ছিল। তবে জানুয়ারির শুরু থেকে তা লাগামহীন হয়ে পড়ে। শেয়ারদর, সূচক ও লেনদেন বৃদ্ধির এ ধারা টানা চলে গত ২৩ জানুয়ারি পর্যন্ত।
সংশ্লিষ্টরা বলছেন, বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থে হঠাৎ এ উত্থানে লাগাম টানে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংস্থাটির প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের কারণে গত ২৩ জানুয়ারি থেকে দর হারাতে শুরু করে অধিকাংশ শেয়ার। মাঝে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে গভর্নর ফজলে কবির শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগে নজরদারি বাড়ানো হচ্ছেথ এমন ঘোষণার পর দরপতনে নতুন মাত্রা পায়। অবশ্য গত মঙ্গল ও বুধবার দরপতনের ধারা থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গিয়েছিল। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে দরপতনের ধারা অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে সে আস্থায় ঘাটতি তৈরি হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি