শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরীক্ষা দিতে না পেরে আত্মহত্যার চেষ্টা, অতপর অনশন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকার ধামরাই লর্ড হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী প্রধান শিক্ষকের ভুলে চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এতে তারা ক্ষোভে-হতাশায় আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অনশন শুরু করেছে।

ওই পরীক্ষার্থীদের নাম মোসাম্মৎ সুমি আক্তার ও মোসাম্মাৎ আফরোজা আক্তার।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের ভুলে তাদের প্রব্শেপত্র না আসায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এই দুই পরীক্ষার্থী।

তারা ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা।

গত বছরের ১৬ নবেম্বর ২ হাজার ৫শ টাকা প্রদান করে এসএসসি পরীক্ষার জন্য তারা ফরম পূরণ করে।

কিন্তু ওই বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী প্রবেশপত্র পেলেও ওই দুই পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র হাতে না পেয়ে হতাশ হয়ে পড়ে। পরীক্ষা শুরুর ২ দিন আগেও তারা তাদের অভিভাবকদের নিয়ে প্রধান শিক্ষকের দ্বারস্থ হন।

এসময় প্রধান শিক্ষক বলেন, ভুলবশত প্রবেশপত্র আসেনি। এখন আমাদের কিছুই করার নেই। একথা শুনে বিষণ্ন মনে ওই দুই পরীক্ষার্থী বাড়িতে ফিরে যায়।

২ জানুয়ারি পরীক্ষা শুরু হলে তারা প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দিতে আসে লর্ড হার্ডিঞ্জ উচ্চ বিবদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। কিন্তু প্রধান শিক্ষক তাদেরকে দারোয়ান ডেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে বের করে দেন।

এ ক্ষোভে-অভিমানে তারা বাড়ি গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু পরিবারের লোকজনের সতর্ক নজরদারির কারণে ব্যর্থ হয়।

এরপর থেকে তারা অনশন শুরু করে। অনশনের একপর্যায়ে শারীরিকভাবে অসূস্থ হয়ে পড়লে শনিবার সকাল ৭টায় বাড়িতে চিকিৎসক এনে তাদের দেহে স্যালাইন পুশ করা হয়।

ওই দুই পরীক্ষার্থীর পারিবারিক সূত্র জানায়, তাদের অবস্থা বর্তমানে আশংকাজনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি