শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্ব ক্যান্সার দিবস আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

আজ বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অগ্রগতি হলেও এ রোগে মৃত্যু রোধ করা সম্ভব হয়নি। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ৮২ লাখ ক্যান্সারে মারা যায়। শুধু বাংলাদেশে এর সংখ্যা প্রায় এক লাখ। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

মরণব্যাধি ক্যান্সারে প্রতি বছর বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন প্রায় সোয়া লাখ মানুষ। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার আইএআরসি বলছে, আক্রান্তদের মধ্যে মারা যান প্রায় ৯১ হাজার রোগী। এদের বেশির ভাগেরই মৃত্যু হয় ৩০ থেকে ৬৯ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে চার ভাগের তিন ভাগ রোগী শুরুতে চিকিৎসা করতে আসেন না। শেষ মুহুর্তে চিকিৎসা নিতে আসায় মৃত্যুর হার বাড়ছে।

ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়ছে না চিকিৎসা সেবা। নয়টি সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা থাকলেও নেই আধুনিক যন্ত্রপাতি। আর বেসরকারি কয়েকটি হাসপাতালে ব্যবস্থা থাকলেও চিকিৎসা ব্যয় আকাশ ছোঁয়া। এ অবস্থায় মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটই সাধারণ মানুষের ভরসা। কিন্তু এ হাসপাতালে আসন কম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। ক্যান্সার প্রতিরোধে বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকেরা।

ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বেশ কিছু সংগঠন। নিয়ম ও বিধিনিষেধ মেনে জীবন-যাপন করার পরামর্শ তাদের।

ক্যান্সার ঝুকি এড়াতে নিয়মিত শারিরিক পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি