শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমি বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছি না : অশ্বিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৭

পূবার্শা ডেস্ক:

ভারত ও বাংলাদেশের স্পিনারদের জন্য হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট হবে দারুণ। এই মাঠের সেন্টার উইকেটে বেশ বাউন্স আছে। এখানকার সার্বিক সুযোগ সুবিধা অসাধারণ। আউটফিল্ডটা বেশ সবুজ, এটা সত্যিকার অর্থেই স্পিনারদের জন্য দারুণ একটি গ্রাউন্ড। এমনকি ছোট ফর্মেটের ম্যাচেও স্পিনাররাই এখানে বেশি সহযোগিতা পেয়ে থাকে। কল্পনার চেয়েও অনেক সময় এখানে ভাল বোলিং করা যায়। এখানে বোলিং করাটা আমি সবসময়ই বেশ উপভোগ করি।

আগামী ৯ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হতে যাওয়া টেস্ট নিয়ে আজ স্থানীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এ কথা বলেন।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম বাংলাদেশ টেস্ট খেলবে ভারতের মাটিতে। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন পিচে ততটা বাউন্স না পেলেও অশ্বিন ম্যাচ উইকেট নিয়ে দারুণ আশাবাদী। বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অশ্বিন বলেছেন, তাদেরকে খাটো করে দেখার কিছুই নেই। তারা এমন একটি দল যারা দারুণভাবে উন্নতি করেছে। মাত্রই তারা নিউজিল্যান্ড সফর করে এসেছে। আমরা সবাই জানি নিউজিল্যান্ড সফর কোন দলের জন্যই সহজ নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি