রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকার রাজস্ব হারাচ্ছে ১৩৬৮ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আন্তর্জাতিক টেলিফোন কল থেকে সরকার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে কম করে হলেও প্রায় ৪ কোটি টাকা। এতে বছরে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে ১ হাজার ৩৬৮ কোটি টাকা। এসব টাকার একটি বড় অংশই অবৈধ ভিওআইপির মাধ্যমে দেশের একটি প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে যে প্রতিবেদন জমা দেয়, তাতেই মিলেছে এসব তথ্য। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের আন্তর্জাতিক কল আদান-প্রদানের চিত্র থেকে প্রতিবেদনটি তৈরি করেছে অ্যামটব।

প্রতিবেদন থেকে জানা যায়, অবৈধ আন্তর্জাতিক কল আদান-প্রদানে সরকারের পাশাপাশি বছরে মোবাইল অপারেটরদের ৮০০ কোটি টাকা এবং ইন্টারকানেক্ট এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের ১৩২ কোটি টাকা ক্ষতি হচ্ছে। গত দেড় বছরের ব্যবধানে প্রতি মাসে বৈধ পথে আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমেছে প্রায় ১৭৮ কোটি মিনিট। গড়ে প্রতি দিনে কমেছে প্রায় ৬ কোটি মিনিট। ফলে সরকার এবং মোবাইল অপারেটররা ক্রমাগত রাজস্ব হারাচ্ছে। প্রতিবেদনটিতে দেশে অবৈধ ও বৈধ পথে আন্তর্জাতিক কল আদান-প্রদানের সার্বিক অবস্থাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক কল টার্মিনেশনের মূল্য দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করার কারণেই অবৈধ পথে আসা কলের পরিমাণ কমছে না।

প্রতিবেদনে তুলে ধরা হয়, কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থাকার সময়ে ২০১৫ সালের মে মাসে দেশে বৈধ পথে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ ছিল ৩ হাজার ৮৩২ মিলিয়ন মিনিট বা ৩৮৩ কোটি ২০ লাখ মিনিট। অর্থাৎ ওই সময়ে পর্যন্ত গড়ে প্রতিদিন দেশে ১২ কোটি মিনিট ৭৭ লাখ মিনিট ইনকামিং কল এসেছে। কিন্তু ২০১৫ সালের আগস্ট মাসে কল টার্মিনেশন রেট দুই সেন্টে উন্নীত করার পর থেকে ক্রমাগত বৈধ পথে ইনকামিং কল মিনিট কমতে থাকে। শেষ পর্যন্ত ২০১৬ সালের ডিসেম্বর মাসে এসে আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমে দাঁড়ায় ২০৫ কোটি ৭০ লাখ মিনিট। অর্থাৎ গত ডিসেম্বর মাস পর্যন্ত দেশে বৈধ পথে প্রতিদিনের গড় আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ নেমে এসেছে প্রায় ৬ কোটি ৮৫ লাখ মিনিটে। এর ফলে এ সময়ের হিসাবে সরকার বছরে রাজস্ব হারিয়েছে ১ হাজার ৩৬৮ কোটি টাকা। মোবাইল ফোন অপারেটরদের ক্ষতি হচ্ছে ৮০০ কোটি টাকা এবং ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স অপারেটরদের ক্ষতি হচ্ছে ১৩২ কোটি টাকা।

প্রতিবেদনে স্পষ্ট করেই বলা হয়, বাজার পরিস্থিতি বিবেচনা না করে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করার কারণেই আন্তর্জাতিক ইনকামিং কল কমছে। ২০১৫ সারের অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই সংক্রান্ত সার সংক্ষেপে উল্লেখ করা হয়েছে যে, আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট হবে ১.৫ সেন্ট। আর যে রেটে কল টার্মিনেট হবে সে রেটের ওপর রেভিনিউ শেয়ারিং হবে। কিন্তু একটি সিন্ডিকেট ২ সেন্ট করে কল আনছে আর সরকারকে রাজস্ব দিচ্ছে দেড় সেন্টের অর্থাৎ বাড়তি দশমিক ৫০ সেন্টের টাকা যাচ্ছে তাদের পকেটে।

সূত্র জানায়, ইন্টারন্যাশনাল অপারেটরস ফোরামের (আইওএফ) আইওএস মডেলটি চালু হওয়ার সঙ্গে কলরেটও কমিয়ে আনা হয়। আগে আন্তর্জাতিক কল টার্মিনেশনের সর্বনিম্ন রেট ছিল প্রতি মিনিটের ৩ সেন্ট বা ২ টাকা ৩৬ পয়সা। এটি চালু হওয়ার পরে কলচার্জ প্রতি মিনিটে অর্ধেক কমিয়ে করা হয় দেড় সেন্ট বা ১ টাকা ১৮ পয়সা। আইওএফের যুক্তি ছিল কলরেট কমে গেলে অবৈধ কল কমে যাবে, বৈধ কল বেড়ে যাবে। এতে বাড়বে সরকারের রাজস্ব। প্রথম দিকে এই প্রস্তাবে রেকর্ড পরিমাণ কল বাড়লেও পরে তা আর স্থায়ী হয়নি। কলের পরিমাণ কমে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি