শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তান ক্রিকেটে আবার স্পট ফিক্সিংয়ের থাবা?


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

স্পোর্টস ডেস্কঃ

সেলিম মালিক, আতাউর রহমান থেকে শুরু করে সালমান বাট, মোহাম্মদ আমির ও আসিফ। ম্যাচ গড়াপেটায় নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ক্রিকেটারদের তালিকাটা বেশ লম্বা। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানি ওপেনার শারজিল খান ও খালিদ লতিফ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে এ দুই পাকিস্তানি ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় সাময়িক নিষেধাজ্ঞাও পেয়েছেন তাঁরা। দুবাই থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে তাঁদের।

পিএসএলে গত বৃহস্পতিবার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে চার বলে মাত্র এক রান করেন। তার চেয়ে বড় কথা হচ্ছে বেশ দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। চার বলে যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে শারজিল ফিক্সিং করতে পারেন বলে এই ঘটনার আগুনে ঘি ঢেলেছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, ‘একজন আন্তর্জাতিক স্তরের ব্যাটসম্যানের কাছে এ ধরনের শট অগ্রহণযোগ্য।’ মিয়াঁদাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেল বলেন, ‘এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমার মনে হয়, ভেতরে অনেক কিছু লুকায়িত আছে।’

এ ঘটনায় যথেষ্ট বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন পিএসএল কমিটির প্রধান নাজাম শেঠি। তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করব না আমরা। তবে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনাগুলো সহ্য করা হবে না। দুর্নীতির প্রমাণ মিললে পিসিবি কঠোরতম ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি