বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কুবির প্রথম বর্ষের ক্লাস শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৭

তানভীর সাবিক,কুবিঃ
কুমিল্লা বিশ^বিদ্যালয়ের (কুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৬ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিলের এক সভায় নতুন ব্যাচের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয় । এ বিষয়টি নিশ্চত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।
গত ২ ও ৩ ডিসেম্বর প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ^বিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ১৯টি বিভাগের ১ হাজার ৪০টি আসনের বিপরীতে অংশ নেয় ৫৪ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। ৩ জানুয়ারী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। যা এখন প্রায় শেষ পর্যায়ে।
উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা হতে যাচ্ছে বিশ^বিদ্যালয়ের একাদশ ব্যাচ।
এদিকে, গত ১ ফেব্রুয়ারি থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এক শিক্ষকের বাসায় হামলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমিতির আন্দোলনের ফলে নতুন ব্যাচের ক্লাস স্থগিত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি