শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২ মিনিটে প্রাণ নেয়ার ক্ষমতা রাখে ফুকুশিমার পারমাণবিক চুল্লি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

৬ বছর আগে ঘটে যাওয়া পারমাণবিক বিস্ফোরণ ও সুনামির রেশ এখনো বয়ে বেড়াচ্ছে জাপানের ফুকুশিমা।

সম্প্রতি একটি রোবটের সহায়তায় জরিপ করে এই তথ্য জানিয়েছে, ফুকুশিমার পারমাণবিক উদ্ভিদ পরিচালনাকারী কোম্পানি ‘টোকিও ইলেক্ট্রিক পাওয়ার’।

তারা জানান, ফুকুশিমার ২টি ইউনিটের পারমাণবিক চুল্লির বিকিরণ শক্তি এতটাই বেশি যে এটি নিমেষে মানুষ মারার ক্ষমতা রাখে। টোকিও ইলেক্ট্রিক পাওয়ার আরো জানায়, তারা বিচ্ছু আকৃতির ‘সাসুরি’ নামের একটি রোবট পারমাণবিক চুল্লিতে পাঠিয়েছিল। সেটি অত্যাধিক বিকিরণের ফলে মাঝপথে থেমে যায়।

রোবটটি থেকে জানা গেছে, ওই চুল্লি প্রতি ঘন্টায় ২১০ সিভার্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে যা কারো প্রাণ নিতে পারবে ঠিক ২ মিনিটের মধ্যে। এর আগেও রোবট দিয়ে এ ধরনের পরীক্ষামূলক কাজ করা হয়েছে বলে জানায় কোম্পানিটি।

১ হাজার সিভার্ট পর্যন্ত বিকিরণ সহ্য করে রোবটটির ক্যামেরা ভেঙ্গে যায় এবং সঠিক গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে আনা হয়। কোম্পানিটি কর্মকর্তারা নিশ্চিত করে জানান, চুল্লির বিকিরণ বাইরে ছড়াচ্ছে না। এটি যেন পরিবেশ ও প্রাণহানির কারণ হয় সেটা নিশ্চিত করার জন্যে কাজ করে যাচ্ছে তারা। ইন্ডিপেনডেন্ট, সম্পাদনা: এম রবিউল্লাহ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি