শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নিয়ে মেয়েদের মনে যা ভিড় করে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অ্যারেঞ্জ ম্যারেজ বা পরিবারের পছন্দে বিয়ে করা নিয়ে ছেলে-মেয়ে দুজনের মনেই নানা প্রশ্নের জন্ম দেয়। ছেলেদের তুলনায় মেয়ের প্রশ্ন একটু বেশিই থাকে। কারণে মেয়েটি তারা চেনা পরিবেশ ছেড়ে একদম অচেনা এক পরিবেশে যায়। অচেনা এক মানুষের সঙ্গে জীবনের বাকি সময় কাটানোর জন্য পা বাড়ায়। তাইতো মেয়েদের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে বেশিই থাকে। অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে মেয়ের মনে কেমন প্রশ্ন উঠতে পারে তা জেনে নেই। চাইলে মিলিয়ে নিতে পারেন সেইসব মেয়েরা যারা পরিবারের পছন্দে বিয়ে করতে যাচ্ছেন।

পাত্রে সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কেন মেয়েটিকে সাজগোজ করতে হবে। ছেলেটি তো কোনো ধরনের বাড়তি সাজগোজ করেনি। বরঞ্চ মা-বাবার পছন্দ করা ছেলেটিকে দেখে মনে হয় সে যেন এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে। আর তাকে ছেলেটির সামনে যেতে এত সাজগোজ করতে হচ্ছে।
ছেলেটিকে দেখে যেন আঁতকে উঠলেন। তার মাথায়ও নিজের বাবা-চাচার মতো টাক রয়েছে। মানে ছেলেটির মাথার যে পরিমাণ চুল রয়েছে তা অচিরেই পড়ে যাবে। মানে বয়স বাড়লেই ছেলেটিরও এমন হবে নাকি?
ছেলেটিকে প্রথম দেখায় মনে হতে পারে বড্ড চেনা চেনা লাগছে। কারণ অনেকদিন আগেই হয়তো ছেলেটিকে আপনি বাতিল তালিকায় ফেলে রেখেছিলেন।
ছেলেটিকে দেখে যেন আঁতকে উঠলেন। কারণ ছেলেটির বন্ধুর সঙ্গে এক সময় আপনার সম্পর্ক ছিল। মনে মনে ভাবছেন ছেলেটি কি আপনাকে চিনে ফেলেছে।
পারিবারিক পছন্দে বিয়ে হলে অনেক অহেতুক আবদার থাকে। যেমন ছেলের মা কনেকে শাড়ি পরে দেখতে চেয়েছেন। কিন্তু ছেলের মা কি জানে তার ছেলে বিদেশে থাকাকালীন মেয়েদের ঘনিষ্ট সব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
মেয়েটি চাকরি করতে চান। বিয়ের পরে কি তার শ্বশুরবাড়ির লোকজন তাকে চাকরি করার স্বাধীনতা দেবে। হয়তো চাকরি করতে দেবে। তবে এর সঙ্গে কিছু শর্ত জুড়ে দেয়। বাড়ি ফিরে সংসারও সামলাতে হবে।
বিয়ের আগে দুজন দুজনকে চেনার সুযোগ হবে কিনা। কারণ একেবারে অচেনা একজনকে বিয়ে করা নিয়ে মেয়েদের মনে সংশয় থেকেই যায়।
মেয়েদের সাধারণত প্রশ্ন করা হয় রান্না করতে পারে কিনা, ঘরকন্নার কাজ পারে কিনা। তবে ছেলেদের এমন প্রশ্ন করা হয় না। তবে মেয়েরা মনে মনে ভাবে, ছেলেটা রান্না করতে পারলে সুবিধা হয়। না হলে, ঘর সামলে চাকরি করাটা বেশ চাপের হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি