সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলায় রায়, বেশিদুর নয় : প্রধান বিচারপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চাদালতের রায় বাংলায় লেখার চেষ্টা চলছে এবং তা শিগগিরি বাস্তবায়ন হবে। বাংলায় রায় দেয়ার জন্য স্বয়ংক্রিয় ডিভাইস তৈরি করা হবে।

মঙ্গলবার সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এরইমধ্যে হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি বাংলায় রায় লেখা শুরু করেছেন। বিচারকদের দেয়া নির্দেশনা রেকর্ড হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তা বাংলায় টাইপ ও প্রিন্ট হয়ে যায়- এখন কেবল এমন যন্ত্রের অপেক্ষা। তিনি আশা করেন, এই যন্ত্র তৈরি করা গেলে বাংলায় রায় দেয়া সহজ হবে।

তিনি বলেন, ‘মুখের কথা বলার সঙ্গে সঙ্গে টাইপ হয়ে যায়- আমরা যদি এমন ডিভাইস তৈরি করতে পারি তাহলে বাংলায় রায় দিতে পারব। এই প্রযুক্তি তৈরি করতে খুব বেশিদিন লাগবে না। আশা করি এটা সম্ভব।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি