সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এমপি হওয়ার লোভেই লিটনকে সরিয়ে দিতে খুনিদের প্রশিক্ষণ দেন কাদের


এমপি হওয়ার লোভেই লিটনকে সরিয়ে দিতে খুনিদের প্রশিক্ষণ দেন কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পৃথিবী থেকে এমপি লিটনকে সরিয়ে দিতে পারলেই নিজের এমপি হওয়ার পথ পরিস্কার হবে এমন ভাবনা থেকেই প্রায় এক বছর পরিকল্পনা অনুযায়ী তিন খুনিদের ছয় মাস প্রশিক্ষণ দেন সুন্দরগঞ্জের জাতীয় পার্টি দলীয় সাবেক সংসদ সদস্য অব. কর্নেল ডা. আব্দুল কাদের খান। লিটন হত্যার একমাস ২০ দিন পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এমন চাঞ্জল্যকর তথ্য।

বুধবার গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, পরিকল্পনা অনুযায়ী এমপি লিটনকে খুন করতে সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল ডা. আব্দুল কাদের খান নিজেই হত্যা কারীদের প্রশিক্ষণ দেন। মেহেদী হাসান, শাহীন এবং হান্নান এই তিনজন আদালতে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তি দেন। আর একজন তাদের সাথে ছিল সেও আমাদের নজরদারিতে আছে। যেকোনো মুহূর্তে গ্রেফতার হয়ে যাবে।

ডিআইজি আরো বলেন, মূলত এমপি হওয়ার লোভেই যে, লিটনকে তার পথ থেকে সরিয়ে দিতে পারলে আগামী নির্বাচনে তিনি এমপি হতে পারবেন। এই ভেবেই তিনি লিটনকে হত্যার পরিকল্পনা করে।

এদিকে নিহত এমপি লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী বলেন, ভাইকে আর ফিরে পাব না। তাই ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিচার আমরা দেখতে চাই।

গাইবান্ধা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক এস আব্দুল সালাম বলেন, এই জঘন্যতম হত্যাকা-ের বিষয়ে পুলিশ যেভাবে রহস্য উদঘাটন করেছে এবং আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমি মনে করি, এটা পুলিশের অন্যতম সক্ষমতা। এবং বাংলাদেশের পুলিশ যে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে সেটি এই হত্যাকা-ের আসামিদের গ্রেফতার করে প্রমাণ করেছে।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়িয়ে সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। এরপর হত্যাকারীদের সনাক্ত ও বিচারের আন্দোলনের দাবিতে নামে তার কর্মী সমর্থক ও এলাকাবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি