শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঠোঁট দেখে যায় চেনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কথায় বলে চোখ যে মনে কথা বলে। জানেন কি শুধু চোখ নয় ঠোঁটও কথা বলে। এটা তো ঠিক কথা বলতে গেলে ঠোঁট লাগেবেই। তবে ঠোঁট কথা বলে এটা শুনে অনেকেই আপনাকে পাগল ভাবতে পারে। আপনার ঠোঁট প্রতি মুহূর্তে কিছু না কিছু কথা বলে চলেছে। তবে কাজে আমরা এতটাই ব্যস্ত যে যে শরীরের কথা শোনার সময়ই নেই। শরীরের গুরুত্বপূর্ণ অংশ ঠোঁট। যা কথা বলতে, খাবার খেতে কাজে লাগে। তবে মানব ঠোটের এমন কিছু গুণ আছে যা অন্য প্রাণীর ঠোঁটে নেই। আসুন জেনে নেই সেইসব অজানা তথ্য।

মানব দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ ঠোঁট। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঠোঁটে কম করেও লক্ষাধিক নার্ভ আছে। কিন্তু এই নার্ভগুলিকে রক্ষা করার জন্য নেই কোনও মেমব্রেন। একবার ভেবে দেখুন শরীরের সবথেকে স্পর্শকাতর এ অঙ্গ কিন্তু তাকে রক্ষা করার কেউ নেই।
শরীরের সব অঙ্গ ঘাম হয়। কিন্তু ঠোঁট কখনও ঘাম হয় না। কেমন ঘাম হয় না সে জানেন কি? ঠোঁটে ঘাম হয় না কারণ শরীরের এই অংশে ঘামের গ্রন্থী নেই। এজন্য ঠোঁট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।
একজনের ফিঙ্গার প্রিন্ট আ আঙুলের ছাপের সঙ্গে যেমন আরেক জনের ফিঙ্গার প্রিন্টে মেলে না তেমনি তেমনি সবার ঠোঁট কিন্তু আলাদা আলাদা হয়। তাই যদি ভেবে থাকেন আপনার ঠোঁটের সঙ্গে আপনার বন্ধুর বা পরিচিত কারো ঠোঁটের খুব মিল আছে, তাহলে ভুল ভাবছেন।
ঠোঁট দেহের একমাত্র অঙ্গ, যার বাইরেটা যেমন, ভেতরটাও তেমন। অর্থাৎ ঠোঁটে ভেতরের ও বাইরের মেমব্রেন একই রকম হয়ে থাকে। তাই ভেতর-বাহির এক।
জানেন কি বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ঠোঁট মোটা হতে শুরু করে। আসলে বয়স বাড়তে থাকলে শরীরে কোলেজেনের উৎপাদন কমে যেতে শুরু করে। ফলে ঠোঁট তার সৌন্দর্য হারাতে শুরু করে।
কাউকে কতটা ভালোবাসবেন তা নাকি ঠোঁট দেখে বলে দেওয়া সম্ভব। একাধিক গবেষণায় দেখা গেছে, যে মেয়েদের ঠোঁট দেখে বোঝা সম্ভব সে কাউকে ভালোবাসতে কতটা পারদর্শী। শুনতে আবাক লাগলেও কথা সত্য।

৭. মানব দেহের অন্যান অঙ্গের মতো ঠোঁটও কিন্তু পঙ্গু বা অচল হতে পারে। একে বলে ‘বেলস পালসি’। ফেসিয়াল নার্ভ ক্ষতিগ্রস্থ হলে এমন ধরনের প্যারালাইসিস হওয়ার আশঙ্কা থাকে। সূত্র: বোল্ডস্কাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি