রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট পেয়ে যাচ্ছে জঙ্গিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভুয়া নাম-ঠিকানা ও তথ্য দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করছে দুর্র্ধষ জঙ্গিরা। কেউ নাম-ঠিকানার পুরোটাই ভুল দিচ্ছে; কেউ নিজের নাম ঠিক রেখে বাকি যেসব তথ্য দিচ্ছে, তা পুরোপুরি বানোয়াট। প্রকৃত পরিচয় গোপন করে জঙ্গিরা পাসপোর্টের মালিক হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি সামনে চলে এসেছে। পুলিশ ভেরিফিকেশনের মতো স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এমআরপি জঙ্গিদের হাতে যাওয়া ঠেকানো না গেলে দেশের নিরাপত্তা নানা দিক থেকে হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গত সোমবার ব্লগার আহমেদ রাজীব হত্যা মামলার মৃত্যুদ-াদেশপ্রাপ্ত পলাতক আসামি রেদোয়ানুল আজাদ রানাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতারের পর জানা যায়, গাজীপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে এমআরপি তৈরি করে ২০১৪ সালে রানা মালয়েশিয়ায় পালিয়ে যায়। তারও আগে নব্য জেএমবির নেতা শায়খ আবদুর রহমান ওরফে সারোয়ার জাহানও প্রকৃত নাম-পরিচয় গোপন করে এমআরপি তৈরি করেছিল। গত বছরের ৮ অক্টোবর আশুলিয়ায় র‌্যাবের অভিযানের পর পাঁচতলা বাসা থেকে লাফিয়ে পড়ে মারা যায় সারোয়ার। ২১ অক্টোবর তার দুই

সহযোগী নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে গ্রেফতার করে র‌্যাব। অনুসন্ধানে জানা গেছে, ভুয়া পাসপোর্টের পাশাপাশি বৈধ পাসপোর্ট ব্যবহার করেও একাধিক জঙ্গি বিভিন্ন সময়ে দেশ ছেড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল বলেন, নব্য জেএমবির নেতা আবদুর রহমান ভুল তথ্য দিয়ে এমআরপি নিয়েছিল। জঙ্গিদের হাতে ভুয়া তথ্য সংবলিত পাসপোর্ট গেলে তা দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। যে কোনো সময় অপরাধ ঘটিয়ে তারা দেশ ত্যাগ করতে পারে। তাই এ ব্যাপারে নজরদারি বাড়ানোর বিকল্প নেই।

জানতে চাইলে বিশেষ পুলিশ সুপার (এসএসথভেরিফিকেশন) ফরিদা ইয়াসমিন বলেন, ভুল তথ্য ব্যবহার করে কীভাবে তারা (জঙ্গিরা) পাসপোর্ট পেল, তা তদন্ত করে দেখা হবে। তবে পাসপোর্ট দেওয়ার আগে তদন্তের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বলেন, নকল পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত বিভিন্ন চক্রের অনেক সদস্যকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুরো চক্রকেই আইনের আওতায় আনা হবে। অন্য এক কর্মকর্তা জানান, ভুয়া এমআরপির ঘটনায় পাসপোর্ট অধিদপ্তরের কারও কোনো যোগসাজশ আছে কি-না তা খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, ভুয়া তথ্য দিয়ে জঙ্গিরা পাসপোর্ট পেয়ে গেলে সেটা অবশ্যই নিরাপত্তার জন্য হুমকি। পাসপোর্ট ইস্যু করার আগে যাচাই প্রক্রিয়ায় আরও মনোযোগী হতে হবে। তবে এটা করতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

গত বছর রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগীরা পাসপোর্ট পেতে নানা হয়রানির কথা তুলে ধরেন। বেশিরভাগ ক্ষেত্রেই উঠে আসে দালালদের দৌরাত্ম্য আর পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির কথা।

জানা গেছে, নব্য জেএমবির নেতা আবদুর রহমান ভুয়া নাম-পরিচয় দিয়ে পাসপোর্ট ছাড়াও ড্রাইভিং লাইসেন্স করেছিল। সেখানে তার বাবার নাম লেখা ছিল ‘আবদুল্লাহ’ ও মা ‘রাজিয়া খাতুন’। তার গ্রামের ঠিকানা ‘সাতক্ষীরা’ উল্লেখ করা হয়। পরে জানা যায়, রহমানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মুসরিভুজায়। অন্তত ২৪টি টার্গেট কিলিংয়ের ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। সে নব্য জেএমবির অর্থের সমন্বয়কারী ছিল।

এ ছাড়া দেশে ব্লগার হত্যার সূচনাকারী ফেনীর বাসিন্দা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও তার কয়েক সহযোগী মিলে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর কালশী এলাকার পলাশনগরে বাড়ির সামনে রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনার মোস্ট ওয়ান্টেড এ জঙ্গিকে গ্রেফতারে দেশের একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল। ঠিক ওই সময় রানা নিজের ও বাবা-মায়ের নাম ঠিক রেখে গাজীপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে নতুন এমআরপি নিয়ে স্টুডেন্ট ভিসায় দেশ ছাড়ে। এর আগে রানার নামে ইস্যু করা পুরনো পাসপোর্টটি ব্লক করেছিল পুলিশ। এমন একজন দুর্র্ধষ জঙ্গি কীভাবে ভুল তথ্য দিয়ে এমআরপি পেয়ে গেল, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন তৈরি হয়েছে? মনে করা হচ্ছে, তাকে কি কেউ সচেতনভাবেই ভুয়া তথ্য দিয়ে এমআরপি পেতে সাহায্য করেছে? তার পাসপোর্ট ইস্যুর আগে যে পুলিশ সদস্য ভেরিফিকেশন করেছেন সেটা কেন যথার্থ ছিল না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দায়িত্বশীল সূত্র জানায়, মামনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালিদ নামে নব্য জেএমবির দুই নেতা দেশের বাইরে পালিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যার পর পরই একই দিনে তারা দেশ ছাড়ে। রেজাউল হত্যায় খালিদ মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছিল। রিপন সম্পৃক্ত ছিল হত্যাকা-ে। সে জেএমবির উত্তরাঞ্চলের একজন শীর্ষ নেতা। খালিদ ও রিপনের পরিকল্পনা ও নির্দেশনায় উত্তরাঞ্চলে একাধিক টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে। তারা দু’জনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে একটি স্থলবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়েছিল। অবশ্য এ দু’জনের ব্যবহৃত পাসপোর্ট বৈধই ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শিক্ষক রেজাউল হত্যার পর তারা জানতে পারে এ ঘটনায় রিপন ও খালিদ নামে দুই জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু তাদের সম্পর্কে বিস্তারিত ও সঠিক তথ্য জানা না থাকার কারণেই সম্ভবত তারা বৈধভাবে দেশ থেকে পালাতে সক্ষম হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ভুল তথ্য দিয়ে দেশি-বিদেশি পাসপোর্ট তৈরির একাধিক চক্র রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। তারা অন্য দেশের নকল এমআরপিও তৈরি করছে। এসব এমআরপি মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতারকদের হাতে তুলে দেওয়া হয়। ভুয়া এমআরপি তৈরিসহ নানা প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে খুঁজছেন গোয়েন্দারা। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। ২০১৫ সালের ২৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় ওমর ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলার আসামির তালিকায় রয়েছেথ শামসুল, মিজান, সবুজ, মজিবুর, আবেদ, নাসির, মাহবুব ও সুমন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি