শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিকদের কখনো স্বজন থাকতে নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কন্ট্রাকটা হয়েছিলো ১০ লাখ টাকায়। বিনিময়ে যে করেই হোক নিউজ চ্যানেলের একটা বিশেষ প্রোগ্রাম বন্ধ করতে হবে। কিন্তু ১০ লাখেও যখন কাজ হলো না তখন কাজী সাহেবের মুখ ভার। যেহেতু এত টাকাতেও প্রোগ্রাম বন্ধ করে যায়নি, এবার যে করেই হোক ওই প্রতিবেদককে বিপদে ফেলতে হবে। কিন্তু কিভাবে? এবারে কন্ট্রাক্ট হলো, বাসায় যে করেই হোক ইয়াবা কিংবা ফেন্সিডিল রেখে আসতে হবে। তাহলেই কেল্লা ফতে। প্রতিবেদকের বাসায় মাদক রেখে এসে পুলিশ কিংবা ডিবিকে খবর দিলেই হলো। পরেরদিন হেডলাইনে বেরুবে ‘মাদক ব্যবসায়ের সাথে জড়িত সাংবাদিক গ্রেফতার’।

অনুসন্ধানমূলক কাজে নেমে অনেকসময়ই এমন এমন ঘটনা সামনে চলে আসে যা বাস্তবকেও হার মানায়। যাই হোক ওপরের লেখাটাকে গল্প মনে হলেও এটাই ছিল বাস্তবতা। ঘটনাটা তাহলে খুলে বলা যাক।

গত ১০ পর্বের মতই ১১তম পর্বের অনুসন্ধান ছিল ঢাকার নিকাহ রেজিস্টারদের হাল-হকিকত নিয়ে। একজন কাজীর সম্পর্কে আমাদের কাছে হঠাৎ করেই প্রমাণ এসে পড়ে শুধুমাত্র ঢাকাতেই তার সম্পদের পরিমান নাকি ৫০ কোটি টাকার ওপরে। তিনধরণের অবৈধ কাজ করে গত ১৮ বছরে এ কাজী ৮০ কোটি টাকার সম্পদ গড়েছেন। অনুসন্ধানে আমরা তার এসব অবৈধ সম্পদ খুঁজে পেয়েছি।

প্রশ্ন উঠতে পারে, সামান্য বেতনের কাজীর এত বিপুল সম্পদ কোথা থেকে আস্তে ঝোপ বুঝে কোপ মারার মতই তার বাড়তি আয়ের জায়গায় আমরা টোপ ফেলেছিলাম। এবং যথারীতি কাজী সে টোপ গিলেওছিলেন। টোপটি ছিল, আমাদের একটি ব্যাকডেটে তালাকনামা দরকার। কাজী সেজন্য মোটা টাকাও হাকেন। যেহেতু আমাদের কাছে তথ্য ছিল কাজী কিভাবে ব্যাকডেটের তালাকতামা জোগাড় করেন সেহেতু এ জায়গায় আমাদের অনুসন্ধান তেমন একটা করতে হয়নি। তবে কথার জাদুতে ২০০ টাকার তালাকনামা ব্যাকডেটে করিয়ে দিয়ে তিনি কিভাবে মোটা টাকা হাতিয়ে নেন, অনুসন্ধানে নেমে আমরা তা জানতে পেরেছিলাম।

সব অনুসন্ধান শেষে কাজীর আনুষ্ঠানিক ইন্টারভিউ নেয়ার সময় হামলার ঘটনা ঘটে। কাজী নিজে সে হামলায় অংশ নেন। ইন্টারভিউ নেবার আগেই পুলিশের ডিসির কাছে সাহায্য চাওয়া হয়েছিলো। কিন্তু হামলার আগে নয় হামলার পরে পুলিশ এসেছিলো। জিডিও করা হয়েছিলো। কিন্তু পুলিশের পক্ষ থেকে কাজীর বিরুদ্ধে কোন উদ্যেগ নেয়া হয়নি। সামান্যতম তদন্ত করার মতো আনুষ্ঠানিকতা দেখানোর সৌজন্যবোধ তাদের হয়ে ওঠেনি।

যাই হোক, কাজীদের নিয়ে এ পর্বটি প্রচার হয় ১১ ফেব্রুয়ারিতে। প্রচারের আগমূহুর্ত পর্যন্ত কাজীর পক্ষ নিয়ে এমন কোন জায়গা নেই যেখান থেকে আসেনি। পুলিশ থেকে শুরু করে নেতা এমনকি দেশের সর্বোচ্চ ক্ষমতার জায়গা থেকেও ফোন এসেছে। প্রথমে লোক পাঠিয়ে অনুরোধ, ঘুষের অফার পরবর্তীতে হুমকি পর্যন্ত শুনতে হয়েছে। সর্বশেষে ডিসি অফিসে কাজী সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দাখিল করেছেন। ডিসি সাহেব ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্টজন হলেও যেহেতু সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন, তাই পুরোদস্তর পুলিশগিরি দেখাতে অভিযোগ তদন্ত করে দেখছেন। আমরা তার এ কাজকে সাধুবাদ জানাই। আশা করছি, কাজীর অভিযোগকে তিনি মনেপ্রাণে লালন করছেন।

অনুসন্ধানের কাজ করছি অনেকদিন হলো। কিন্তু কাজীর মত সমাজের নিম্মস্তরের ব্যক্তির কাছ থেকেও যে সংবাদ বন্ধ করার এমন চাঁপ আসতে পারে সেটা জানা হলো। শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছি, ‘কথিত আত্মীয়’ দিয়ে কাজী তার পুরো ক্ষমতা জাহির করছেন। তার ফোনেই নাকি পুলিশের এমন উদ্যেগ গ্রহণ। আফসোসের জায়গাটা হলো, যেহেতু আমি সাংবাদিকতা করি তাই কাজীর মতন আমার কোন আত্মীয় কিংবা স্বজন নেই। কারণ, সাংবাদিকদের কখনো স্বজন থাকতে নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি