শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সাংবাদিক পরিবারকে অচেতন করে ডাকাতির চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় যুগান্তর প্রতিনিধিকে স্বপরিবারে চেতনানাশক প্রয়োগ করে বাসায় ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বৃস্পতিবার গভীররাতে দৈনিক যুগান্তরের বুড়িচং উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের রেইসকোর্সস্থ বাসায় এ ঘটনা ঘটেছে।

এতে অচেতন হয়ে ওই প্রতিনিধি ও তার ছেলে মেয়েসহ নগরীর হিউম্যান হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক হারুনের স্ত্রী শামসুন নাহার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাসার জানালার পাশে বোতল হাতে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে চোর ভেবে চিৎকার দিলে সে পালিয়ে যায়। এর আগেই হয়তো সে রান্না ঘরের জানালা দিয়ে রুমে থাকা খাবারে চেতনানাশক প্রয়োগ করে। এই খাবার রাতে সাংবাদিক হারুন, ছেলে সিহাব শাহরিয়ার নাইম, মেয়ে নিশাত তাসমিন খাওয়ার পর পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এসময় তার স্ত্রী আশপাশের লোকজনের সহযোগিতায় স্বামীসহ সন্তানদেরকে রেইসকোর্স হিউম্যান হাসপাতালে ভর্তি করে।

হারুনের স্ত্রী জানান, তিনি কিছুটা সুস্থ হলেও এখনও অচেতন। কথা বলতে পারেন না। ডাকাতির উদ্দেশ্যেই সবাইকে অচেতন করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি