সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হুঁশ হন, ‘অন্যত্থায় গণঅভ্যুত্থান’ সরকারকে মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখনও সময় আছে হুঁশ হন, অন্যথায় গণঅভ্যুত্থান সৃষ্টি হবেই।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত।

‘পিলখানা ট্র্যাজেডি-কেন এই সেনা হত্যা? কার স্বার্থে?’ শীর্ষক এ সভায় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিকভাবেই সমঝোতায় আসতে হবে। আর এ জন্য প্রয়োজন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। কিন্তু ব্যতয় ঘটলে দেশের জনগণ বসে থাকবে না। এই পরিস্থিতে দেশে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে, তার দায়ভার এককভাবে শেখ হাসিনাকে নিতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হবে- আওয়ামী লীগের নেতাদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার নানান কৌশল ও ষড়যন্ত্র করছে। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন মামলা। এসব মামলার কোন সত্যতা নেই। সুতরাং ইনশল্লাহ খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে না।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি কোন ফলাফল দিতে পারেননি বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি তার কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারেননি- বলেও দাবি করেন মোশাররফ।

নুরুল হুদার নেতৃত্বে দেশের কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না দাবি করে বিএনপির এ নেতা বলেন, জনগণের ভোট ও আরেকটি রকিব মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসতে কে এম নুরুল হুদাকে সিইসি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। বিএনপি নবগঠিত নির্বাচন কমিশনের কর্মকান্ড পর্যবেক্ষণ ও দেখবে- বলেন খন্দকার মোশাররফ।

নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বিডিআর বিদ্রোহ’র সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানকে নিয়ে তার বাসায় বসে ছিলেন। এছাড়া ২০ মিনিটের মত সেনা সদস্যরা আবহানী মাঠে ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তাৎক্ষনিক কোন সিদ্ধান্ত ও পদক্ষেপ দেননি। কিন্তু সমস্যার সমাধান করা যেত ৩০ মিনিটে। যার ফলশ্রুতি আমাদের ৫৭ জন সেনা সদস্য মারা গেছেন।

বিদেশীদের স্বার্থে ৫৭ জন সেনা সদস্য হত্যা করা হয়েছে দাবি করে মোশাররফ বলেন, শেখ হাসিনা নতজানু পররাষ্ট্রনীতি ও বিদেশীদের খুশি করা ছাড়া আর কিছু করতে পারেননি। এজন্য বিডিআর এর নামও মুছে দেয়া হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল রাজনীতির খেলায় মাঠে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার কয়েক বছর পর আইন করে বাকশাল গঠন করে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়। আর এখন অলিখিতভাবে বাকশাল জনগণের মাথায় উপর চাপিয়ে দেয়া হয়েছে। এখন মুক্তিযুদ্ধের চেতনা ভূলন্ঠিত, কোথায় স্বাধীনতা- বলেও প্রশ্ন রাখেন মোশাররফ হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি