শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চিত্রশিল্পী হিসেবে সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বলিউড অভিনেতা সালমান খানের প্রধান পরিচয় তিনি অভিনেতা। তবে এর বাইরেও তিনি প্রযোজক হিসেবেও নিজের নাম লিখিয়েছেন, গত বছর মাইক্রোফোন হাতে সঙ্গীতশিল্পী হিসেবেও নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন।
তবে সালমানের আরো একটি পরিচয় আছে, যেটা হয়তো অনেকে জানেন না। তিনি একজন চিত্রশিল্পী। অবাক হচ্ছেন! ঘটনা সত্য। তার আঁকা ছবিগুলো দেখলেই বোঝা যাবে তিনি কতটা ভাল মানের ছবি আঁকতে পারেন।
সালমান যখন শুটিংয়ের অবসর পান, অর্থাৎ হাতে কাজ থাকে না, ঠিক সেই সময়টা নিজের জন্য বেঁছে নেন। ফিরে যান তাঁর ‘প্যাশন’র কাছে, সেটা হলো পেন্টিং।
ক্যানভাসে কখনও ঘষেন পেন্সিল তো কখনও তুলি আবার কখনও তাঁর হাতের আঙুলই যথেষ্ট। ছবিই হয়ে ওঠে স্কেচ, কখনও ধ্যানমগ্ন বুদ্ধ কখনও যিশুখ্রিস্ট। নিজের ছবির পোস্টারের বেশির ভাগই তৈরি হয় তাঁর হাতে আঁকা ছবিতে।
এরমধ্যে তার শিক্ষার্থীও হয়েছেন আরেক জনপ্রিয় তারকা। তার নাম সোনাক্ষী সিনহা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সোনাক্ষী বলেন, আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, তাই আমি আঁকতে পারি। তবে তুলি ধরতে ভয় পেতাম। সালমান আমাকে সে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি