শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ সীমান্তে ‘সেকেন্ড লাইন অব ডিফেন্স’ শক্তিশালী করছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭


ডেস্ক রিপোর্ট : অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বাংলাদেশ সীমান্তে ‘সেকেন্ড লাইন অব ডিফেন্স’ শক্তিশালী করছে ভারত। প্রতিবেশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়-নর্থ ব্লকের একটি সূত্র আমাদের সময় ডটকমকে জানিয়েছেন, ‘সেকেন্ড লাইন অব ডিফেন্স’র প্রথাম ধাপ হিসাবে সীমান্ত পুলিশের আলাদা পুলিশ সুপারের পদ সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে ‘পুলিশ সুপার (সীমান্ত)’ পদ সৃষ্টি করা হবে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে জেলা পুলিশ সুপাররাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে সীমান্ত পুলিশের দায়িত্ব পালন করেন। কিন্তু আইন-শৃংখলা রক্ষার কাজে সদাব্যস্ত পুলিশ সুপাররা সীমান্ত সুরক্ষার কাজ করতে সময় পান না। তাই সীমান্ত পুলিশের জন্য আলাদা পুলিশ সুপারের পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নর্থ ব্লকের এ পদস্থ কর্মকর্তা জানান, বাংলাদেশ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা (সীমান্ত) শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করবেন। তাছাড়া সীমান্ত পাহারায় দায়িত্বে নিয়োজিত বিএসএফ জওয়ানদেরও প্রায়শই আইন-শৃংখলা রক্ষার কাজে লাগানো হয়। সেটাও বন্ধ করতে চাইছে সরকার। তাই বিএসএফকে পুরোপুরিভাবে পুলিশ সুপার (সীমান্ত) অধীনে নিয়ে আসা হবে।

ওই কর্মকর্তা জানান, ইতিমধ্যেই পুলিশের নতুন ব্যাটেলিয়ন খোলার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। নতুন ব্যাটেলিয়নকে পুরোপুরিভাবে সীমান্তের ‘সেকেন্ড লাইন অব ডিফেন্স’ হিসেবে ব্যবহার করা হবে।

তিনি জানান, ‘সেকেন্ড লাইন অব ডিফেন্স’কে শক্তিশালী করার কাজও শুরু করা হয়েছে, যারা বিএসএফের পেছনে দাঁড়িয়ে সীমানা সুরক্ষার কাজ করবে। বিজেপি সরকার ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার কাজে জোর দিয়েছে। এখন শুরু হয়েছে বাংলাদেশ সীমান্ত সিল করার তৎপরতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি