মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন মমতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তিস্তা চুক্তি সাড়ে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার পর এবার বঙ্গেশ্বরী মমতা ব্যানার্জি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য উঠেপড়ে লেগেছেন। বাংলাদেশ ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশায় পদ্মার ওপরে একটি বাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কেন উদ্যোগ নিয়েছেন? ওই সব এলাকার পানি, চাষিদের প্রয়োজন এবং পানীয় জলের জন্য, মানুষের কল্যাণের জন্য হাসিনা সরকারের এই উদ্যোগের কথা ইতিমধ্যে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা হয়েছে। দিল্লি বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারকে জানানোর পর মমতা দেবী ফোঁস করে উঠেছেন। তার এই ফোঁসের নেপথ্যের কারণ কী?

বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের কল্যাণের জন্য সে দেশের সরকার, সরকারি দল যে কোনো উন্নয়নমূলক ব্যবস্থা নিতে পারে। সে জন্যই তারা সে দেশের জনগণের কাছে দায়বদ্ধ। তিস্তা চুক্তি ২০১২ সালেই সম্পন্ন করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী সব কাগজপত্র নিয়ে ঢাকায় গিয়েছিলেন। সেদিনও মমতার আপত্তিতে পাঁচটা বছর ধরে বাংলাদেশের মানুষকে পানিহীন করে রেখেছেন মমতা ব্যানার্জি। সেই ঘটনার নেপথ্যে ছিল মমতার এক বিশাল ষড়যন্ত্র। আর এবার তার চেয়েও বড় ষড়যন্ত্র হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তার সরাসরি হস্তক্ষেপ। মমতা তার এই আপত্তির কথা এতদিন চুপ করে থেকে নিজেই ফাঁস করে দিয়েছেন। ভারতের কূটনৈতিক মহলেই নয়, প্রাক্তন ৪-৫ জন বিদেশ সচিব, যাদবপুর, শিবপুর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। রাজবাড়ীর পাংশায় বাঁধ নির্মাণ করলে পশ্চিমবঙ্গের কী কী অসুবিধে হবে। কূটনীতিকরা বলছেন, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। মমতা যুক্তি দেখাচ্ছেন, বাংলাদেশের পাংশায় প্রস্তাবিত বাঁধ এবং জলাধার নির্মাণ করলে পশ্চিমবঙ্গের নদীয়া, করিমপুর, মুর্শিদাবাদ ও মালদায় নদীতে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা বলছেন, মনমোহন সিংয়ের আমলে নদীভাঙনের জন্য ভারত সরকার মমতা সরকারকে অন্তত ১০ হাজার কোটি টাকা মঞ্জুর করেছিল। সেই টাকায় ভাঙন না আটকে তিনি তৃণমূল ক্লাবগুলোর মধ্যে বিলি করে দিয়েছেন। ঢাকার বক্তব্য— পাংশায় বাঁধ দিলে পদ্মা ও গঙ্গার নাব্য বাড়বে। জমা জল দুই দেশ তাদের প্রয়োজনমতো ব্যবহার করতে পারবে।

তিনি যে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সেটা ভুলে গিয়ে এমন আচরণ করছেন, যেন তিনিই প্রধানমন্ত্রী এবং তিনিই ভারতবর্ষ। তাই নাম বলতে অনিচ্ছুক একাধিক নদী বিশেষজ্ঞ বলেছেন, মমতা রাজ্যের অভ্যন্তরে যে প্রমোটার রাজ ও চিটকাণ্ডের রাজত্ব কায়েম করেছেন এবং যার ফলে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষ ক্ষুব্ধ, সেই ক্ষোভকে অন্য পথে পরিচালিত করতে তিনি বাংলাদেশের সঙ্গে সংঘাতের দিকে যেতে চাইছেন। তাদের বক্তব্য সব কিছুই তার হাতের বাইরে চলে গেছে। তাই যে কোনো উপায় হোক, তিনি চান বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো ব্যাপারে বিরোধ জিইয়ে রাখতে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি