রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা শহরের শীর্ষ সন্ত্রাসী বোমা আশিক অরুপে হাত কাটা আশিক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

গত ২৬ ফেব্রুয়ারী ২০১৭ ইং তারিখ বিকাল ৪.৪৫ ঘটিকা হতে অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ রাত ৪.০০ ঘটিকা পর্যন্ত দীর্ঘ সময় একটি সফল অভিযানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন ধর্মপুর এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আশিকুর রহমান আশিক ,বোমা আশিক , হাত কাটা আশিক (২৮), পিতা-মোহাম্মদ আলী (ড্রাইভার) ,মাহমুদ মিয়া, সাং- ধর্মপুর কলেজ রোড (হাজী আলি মিয়া বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে ০১টি বিদেশী শর্টগান ও ০১টি বিদেশী রিভলবার সহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত সন্ত্রাসী কুমিল্লা শহরেরর বিভিন্ন সালে উল্লেখিত আগ্নেয়াস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের ধর্তব্য অপরাধ সংঘটন করে। তার এই সব অপরাধ কর্মের বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ১২ টি নিয়মিত মামলা রজু হয় এবং সে প্রত্যেকটি মামলার এজাহার নামীয় পলাতক আসামী। সে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্নগোপন করে থাকে। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সদস্যগণ দীর্ঘদিন যাবৎ তার উপর কড়া নজর ধারী করতে থাকে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী সে তার নিজ বাড়ীতে অবস্থান করছে। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সদস্যগণ সাদা পোষাকে তার বাড়ীর আশপাশে অবস্থান গ্রহণ করে গত ২৬/০২/২০১৭ ইং তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় তাকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ধর্মপুর কলেজ রোডস’ জনৈক ফারুক আহ¤েমদ এর বাড়ীর উত্তর পাশে ইউরো বাংলা হাউজ এর পূর্ব পাশে ০১টি পরিত্যাক্ত  কচুক্ষেতের কাদা পানির ভিতর হতে ০১ টি বিদেশী শটগান বের করে দেয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে অদ্য ২৭/০২/১৭ ইং তারিখ ভার ০৪.০০ ঘটিকার সময় একই ঘটনাস’লের আশপাশ হতে ০১ (এক)টি রিভলবার উদ্ধার করা হয়। গত ১৫/০১/২০১৭ ইং তারিখ তার গ্যাং দলের অন্যতম সহযোগী ১। মোঃ সালাহ উদ্দিন কালো (২৮), পিতা- মৃত মুসলেম মিয়া, সাং- ধর্মপুর (কলেজ রোড হাউজিং), ২। মোঃ মামুন(২৫), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং- ধর্মপুর (ডিগ্রী কলেজ রোড), ৩। মোঃ আব্দুর রহিম বাবু (২০), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- ধর্মপুর (ডিগ্রী কলেজ রোড), ৪। মোঃ ফজলে রাব্বি (২০), পিতা- মোঃ সেলিম, সাং- দৌলতপুর মধ্যপাড় (কাজী বাড়ী), ৫। মোঃ বিল্লাল হোসেন(২৭),পিতা- মোঃ রফিক মিয়া, সাং- ধর্মপুর (শাহ আলাম মেম্বারের বাড়ীর পিছনে), ৬। মোঃ নাহিদ (২২),পিতা- ছারু মিয়া, সাং-ধর্মপুর, ৭।  মোঃ ছাব্বির আহ¤মদ (২৭), পিতা-মেহের আলী, সাং-ধর্মপুর, সর্ব থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাদের নিকট হতে  (১) ০২টি বিদেশী .৩০৩ রাইফেল,(২) ০৩টি একনলা বিদেশী বন্দুক, (৩) ০১ টি পিস্তলের ম্যাগাজিন, (৪) ০৪ রাউন্ড পিস্তলের তাজাঁ গুলি, (৫) ০১ টি কার্তুজের খালি খোসা এবং (৬) একটি দেশীয় তৈরী রামদাসহ র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সদস্যগণ ধর্মপুর হতে গ্রেফতার করে আইনী ব্যবস্থা করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ আশিকুর রহমান আশিক ,বোমা আশিক , হাত কাটা আশিক এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার ডাকাতি, অস্ত্র, নাশকতাসহ মোট নিুবর্ণিত ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মামলাগুলো হলোঃ (১) কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৭ তারিখ ৩০/১০/২০১০, ধারা- আইন শৃংখলা বিঘ্নকারী আপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯ তৎসহ ৩০৭/৩২৬/৩২৩ দঃ বিঃ,  (২)  কোতয়ালী মডেল থানার মামলা নং-৮৫ তারিখ ২৫/০৪/২০১২ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/৩৩(২), (৩) কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৫ তারিখ ১৫/০৫/২০১২ ধারা- ১৪৩/১৪৮/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ দঃ বিঃ, (৪) কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৯ তারিখ ১৭/০৫/২০১২ ধারা- আইন শৃংখলা বিঘ্নকারী আপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯ তৎসহ ৩২৪/৩২৬/৩০৭/৩৭৯ দঃ বিঃ, (৫) কোতয়ালী মডেল থানার মামলা নং-২৭ তারিখ ১৩/০৭/২০১২ ধারা- ৪(১)/৫ আইন শৃংখলা বিঘ্নকারী আপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯, (৬) কোতয়ালী মডেল থানার মামলা নং-১৬ তারিখ ০৯/০৩/২০১৩ ধারা- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৬ তৎসহ ৩৭৯ দঃ বিঃ, (৭) কোতয়ালী মডেল থানার মামলা নং-০২ তারিখ ০১/০৮/২০১৩ ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ, (৮) কোতয়ালী মডেল থানার মামলা নং-৯১ তারিখ ৩০/১১/২০১৩ ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ, (৯) কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৭ তারিখ ১৫/০১/২০১৫ ধারা- ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/৩৭৯৪২৭ দঃ বিঃ, (১০) কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৬ তারিখ ১৭/০১/২০১৬ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক), (১১) কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৩ তারিখ ১৫/০১/২০১৭ ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ এবং (১২) কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৪ তারিখ ১৫/০১/২০১৭ ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের  ১৯অ/১৯(ভ)।

এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি