রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে দুই তালিকাভূক্ত সন্ত্রাসীসহ ৩ জন গ্রেপ্তার ও চারশতাধিক ইয়াবা উদ্ধার।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

টিম দেবিদ্বার পুলিশের চলমান বিশেষ অভিযানে এস.আই মোঃ সোহেল আহমেদ, এস.আই মোঃ মাহফুজুর রহমান, এ.এস.আই মোঃ রাজীবুল আলম সহ একদল পুলিশ। দেবিদ্বার পৌর এলাকার পৃথক পৃথক স্থানে এই অভিযানে গ্রেফতার হয় ০৩ মাদক ব্যবসায়ী এবং তাদের নিকট থেকে উদ্ধার করা হয় মরন নেশা ইয়াবা ট্যাবলেট।
গত ২৬ ফেব্রুয়ারী ২০১৭ তারিখ বিকাল ৫.৫৫  ঘটিকার সময় এসআই মোঃ মাহফুজুর রহমান সহ একদল পুলিশ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার উত্তর পাড়া গ্রামের জনৈক মৃত আবুল হোসেন @ চমু মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আনিছ এর বসত ঘরের ভিতর থেকে দৌড়ে পলায়নের সময় তাকে আটক করেন। এসময় উপস্থিত লোকজনদের সম্মুখে পুলিশ ধৃত তাহের এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির প্যাঁচের ভিতরে লুকানো অবস্থায় নীল রংয়ের প্লষ্টিকের ব্যাগে রক্ষিত ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
একই দিনে বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় এসআই মোঃ সোহেল আহমেদ, এএসআই মোঃ রাজীবুল আলম সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করার জন্য থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের জনৈক খোকন মিয়ার বসত ঘরের ভিতর তল্লাশী করাকালে পলায়নের সময় দুই ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জামাল প্রঃ আরবী জামাল (৩০), পিতা-খোকন মিয়া, ২। বাছির প্রঃ বাংলা বাছির (২২), পিতা-জয়নাল আবেদীন, উভয় সাং-ছোট আলমপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা। পুলিশ উপস্থিত লোকজনদের সম্মুখে আটককৃত আসামী জামাল এর দেহ তল্লাশি করিয়া তাহার বুক পকেট হইতে নীল পলিথিন প্যাকেটে রক্ষিত গোলাপী রংয়ের ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও  আসামী বাছির এর প্যান্টের ডান প¦ার্শের পকেট হইতে একটি নীল পলিথিন প্যাকেটে রক্ষিত গোলাপী রংয়ের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত জামাল ও বাছির থানার চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী। দুইজনের বিরুদ্ধে থানায় ৮/১০ টি মামলা আছে। ইতিপূর্বে জামাল প্র: আরবী জামাল মাদক সংশ্লিষ্ট অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের সাজা ভোগ করেন। তাদের গ্রেফতারের পর এলাকার জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উক্ত মাদক উদ্ধারের পৃথক পৃথক ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা রুজু করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি