রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদার ১১ মামলার শুনানি ১৪ মার্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৪ মার্চ হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার আদালতে খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নতুন দিন নির্ধারণ করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলা হলো দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। সোমবার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি