রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুরঞ্জিত সেনগুপ্তের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:
দেশে সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে উল্লেখ করে বক্তারা আরো বলেছেন, সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত যে দক্ষতা ও অভিজ্ঞতা প্রতিফলন রেখেছেন তা ছিল অতুলনীয়।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, তিনি শুধু একজন রাজনীতিকই ছিলেন না, বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্লাহ বীর উত্তম, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কার্যকরী সভাপতি এডভোকেট এম এ বারী, সাংবাদিক শাহিন উল ইসলাম চৌধুরী প্রমুখ।
কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবার নয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি