রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় আ’লীগ নেতা বাচ্চু জেলহাজতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবেক ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় যুবলীগ নেতা জামালকে ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে একটি গ্রুপ কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনায় ইসমাইল হোসেন বাচ্চুকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। চেয়ারম্যান বাচ্চু ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেয়। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালত থেকেও জামিন নেন। কিন্তু এরপর তিনি নিয়মিত হাজিরা না দেয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আজ তিনি কুমিল্লার আদালতে আত্মসমর্পন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি