রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের ভুলুয়াপাড়ায় (২৭.০২.২০১৭)  সোমবার রাত ১০ টায় খাবারের সাথে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ৭জন হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে, ঘটনার দিন সোমবার সন্ধ্যার সময় ভুলুয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন মেম্বার ও সফিকুর রহমানের ঘরে দুষ্কৃতকারীরা খাবারের সাথে বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। এ খাবার খেয়ে দেলোয়ার হোসেন মেম্বারের ছেলে শাহপরান (২৮), তার গর্ভবতী স্ত্রী পলিনা আক্তার ( ২৬), শিশু তাসফিয়া (৪), ঝর্না আক্তার (১৮), পাশের বাড়ি ডা: সিরাজুল ইসলামদের বাড়িতে প্রবাসী সফিকুর রহমানের ঘরে একই কায়দায় খাবারে বিষ প্রয়োগ করা হয়। এতে সফিকুর রহমানের স্ত্রী রেখা আক্তার (৩৭), মেয়ে ফাহিমা আক্তার (২০), সফিকুর রহমানের বৃদ্ধা মা জাহেরা খাতুন (৭৮) গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।

ঘন্টা খানেক পরে বিষয়টি জানাজানি হলে সবাইকে উদ্ধার করে নাঙ্গলকোট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে এলাকার মেম্বার দেলোয়ার হোসেন জানান, আমার বৃদ্ধ বাবা হাজী রুহুল আমিন গুরুত্বর অসুস্থ থাকায় আমাদের পরিবারের সবাই পাশের আমার ছোট ভাইয়ের ঘরে ব্যস্থ থাকার সুযোগে কে বা কারা অসৎ উদ্দেশ্যে আমাদের রাতের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। এ খাবার খেয়ে আমাদের পরিবারের ৯ জনই অসুস্থ হয়ে বর্তমানে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ৭ জন ভর্তি রয়েছে।’ এ বিষয়ে ভুক্তভোগী শাহপরান কান্নাজড়িত কন্ঠে বলেন-আমার সন্দেহ হয় গ্রামের আইডা গাজীর ৩নং ছেলে আলমগীরের প্রতি। সে এই কান্ড করতে পারে।’ তবে পরিবারের আরেক সদস্য আবদুল আজিজ জানান- সবাই পুরোপুরি সুস্থ হোক, এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করার ইচ্ছা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি