রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নবীনগরে প্রবাসী ভাইয়ের সম্পত্তি জবরদখল ও টাকা আত্মসাৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের কোটি টাকার সম্পত্তি জবরদখল ও টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মৌলভী আবদুল মজিদ মিয়ার ছেলে প্রবাসী (বেলজিয়াম) জাহাঙ্গীর সজল তার ছোট ভাই প্রাঃ শিক্ষক সমিতির সেক্রটারী, গোপালপুর(দঃ)সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনির হোসেনের বিরুদ্ধে লিখিত এ অভিযোগ করেন। বেলজিয়ামস্থ বাংলাদেশের দুতাবাসের ফাস্ট সেক্রটারী মো. আরিফুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে সজলের জবরদখলকৃত সম্পত্তি উদ্ধারের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি প্রেরন করেন। চিঠির অনুলিপি পরিচালক পররাষ্ট্র মন্ত্রনালয় ও পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়াকে দেয়া হয়। গতকাল জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

প্রবাসে কষ্টার্জিত প্ররিশ্রমের জমানো টাকায় নবীনগর কলেজ পাড়ায় কিছু জমি ক্রয় করেন তিনি। সেই জমিতে ছয়তলা ফাইন্ডেশন দিয়ে পাঁচতলা ভবন নির্মান করেন যা বেলজিয়াম ভবন নামে পরিচিত। সেই ভবন নির্মানকালে বড় ভাইয়ের অনুপস্থিতিতে ছোট ভাই নির্মানের কাজ দেখা শুনা এবং কাজ শেষে ভবনের ফ্ল্যাটের ভাড়ার টাকা তুলে বড় ভাইকে দেওয়ার মৌখিক চুক্তি হয়। তার বিনিময়ে ছোট ভাইকে ঢাকার এপ্যার্টমেন্টের একটি ফ্লাট দান করেন বড় ভাই। ওই লোভী ছোট ভাই বেলজিয়াম ভবন নির্মান শেষে জবরদখল করে তিনতলায় অবস্থান নিয়ে বিগত কয়েক বছর যাবৎ পুরো ভবনের সমুদয় ভাড়ার টাকা আত্মসাৎসহ নিজের কোটি টাকা ব্যায়ে ভবন নিমান করেছেন বলে জমি ও ভবনের মালিকানা দাবী করেন।

জাহাঙ্গীর সজল সাংবাদিকদের কাছে তার লিখিত বক্তব্যে বেলজিয়াম ভবন থেকে মনিরকে উচ্ছেদ ও আত্মসাৎকৃত (হিসাবান্তে)সমুদয় টাকা ফেরতের পাবার জন্য আইনানুগ সহযোগিতা কামনা করেছেন। তিনি আইনী সহায়তার জন্য নবীনগর থানার অফিসার ইনচার্জ বরাবরেও আবেদন করেছেন। এ ব্যাপারে তাদের বড় বোন হোসেনা বেগম বলেন, ওরা দু’জনই আমার ভাই এই ভবন নির্মানের জন্য মনির তার নিজের ৬৫ লাখ খরচ করেছে এবং তার সহযাগিতার জন্য সামাজিক বিচারে সালিশকারকরা মনিরকে ১ কোটি টাকা দিয়ে দেওয়ার রায় করেছে,ওই টাকা সজল দিয়ে দিলে ভবন ছেড়ে দেবে। মনির শিক্ষকতা করে এত টাকা কোথায় পেলেন এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি। এ ব্যাপারে অভিযুক্ত ছোট ভাই মনির হোসেন বিষয়টি তাদের পারিবারিক এ নিয়ে সামাজিক একটি বিচার হয়েছে জানিয়ে আর কোন কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি