রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » আমড়তলীতে সরকারের অর্জিত সফলতা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


আমড়তলীতে সরকারের অর্জিত সফলতা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি আদর্শ সদর উপজেলার আমড়াতলী উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মজিদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আমড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক। আরো বক্তব্য রাখেন আমড়াতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলাম । সমাবেশে বক্তাগন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনরার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সনের মধ্যে উন্নত দেশে পরিনত হতে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ নিন্মমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। অচিরেই মধ্যম আয়ের দেশে এবং এরপর উন্নত দেশে পরিনত হবে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন এখন আন্তর্জাতিকভাবে অনুকরনীয় বলে স্বীকৃতি পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অভিজ্ঞতা অর্জন করে ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে এবং মালদ্বীপ ও ভূটানও তাদের দেশকে ডিজিটাল করার প্রচেষ্টা নিচ্ছে। একশ্রেনীর দুষ্কৃতিকারী ইসলামের অপবেক্ষা করে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে চেষ্টা করছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ঈর্ষণীয় সাফল্য অর্জন করা বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। সাফল্যের সেই ধারাবহিকতা অব্যাহত রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার ও তাঁর একান্ত ব্যক্তিগত ইচ্ছায় বিভিন্ন গণমুখী উদ্যোগের জন্য নেওয়া ১০টি বিশেষ উদ্যোগ পরিচিত পাচ্ছে ‘শেখ হাসিনা বিশেষ উদ্যোগ’নামে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১. পল্লির দারিদ্র্য বিমোচনে দক্ষতা ও আয়বর্ধক কর্মসূচি হিসেবে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’, ২. গৃহহীন মানুষদের মাথাগোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প, ৩. ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সরকারের সর্বস্তরে ই-গভর্নেন্স বাস্তবায়নে সরকারি উদ্যোগ, ৪. বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি দেওয়ার শিক্ষা সহায়তা কর্মসূচি, ৫. সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়ন কার্যক্রম কর্মসূচি, ৬. সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করার জন্য ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচি, ৭. স্বাস্থ্যসেবা গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, ৮. পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ৯. দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ‘বিনিয়োগ বিকাশ কর্মসূচি’ ও ১০. পরিবেশ সুরক্ষা কর্মসূচি।
প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ‘শেখ হাসিনা বিশেষ উদ্যোগ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি গ্রহণের ফলে রূপকল্প-২১ বাস্তবায়ন করা সম্ভব হবে। বক্তাগণ বলেন সমাজের সকলের সচেতনতায় জঙ্গিবাদ ও সন্ত্রাস অনেকাংশে নিমূল করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল উৎপাটনের জন্য সকলকে পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করার ও বিশেষভাবে তরুন সমাজের নিকট ইসলামের প্রকৃত বানী পৌঁছে দেয়ার আহবান জানানো হয়। মহিলা সমাবেশের শুরুতে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি