রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » নির্বাচনী প্রচারণার আগেই নগরীর ১৭ নং ওয়ার্ডে হুমকি প্রদান ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু


নির্বাচনী প্রচারণার আগেই নগরীর ১৭ নং ওয়ার্ডে হুমকি প্রদান ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডটি দ্বিতীয় মুরাদপুর, সুজানগর, পাথুড়িয়াপাড়া, সাহাপাড়া, গোবিন্দপুকুরপাড়, সুইপার কলোনী ও পালপাড়া এলাকা নিয়ে গঠিত। এর ভোটার সংখ্যা প্রায় ১০ হাজার। মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই ওয়ার্ডটিতে সন্ত্রাসীদের আধিপত্য হিসেবে পরিচিত।
চলতি মাসেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এখনো মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীতা নিশ্চিত না হলেও এখনই সন্ত্রাসী কর্মকান্ড শুরু হয়ে গেছে। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের বাড়িতে আসা-যাওয়া করা ভোটার ও আত্নীয়-স্বজনদের এখনই হুমকি প্রদান করা হচ্ছে।
বিভিন্ন সূত্রমতে, এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ীরাই এসব হুমকি প্রদান করছে। সাধারণ মানুষ মনে করছে, কুসিক নির্বাচনের আগে এই ওয়ার্ডে প্রায় প্রতিদিনই ঘটতে পারে নানা অপ্রীতিকর ঘটনা। এতে করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনী যদি সজাগ দৃষ্টি রাখে তাহলেই হয়তো সুষ্ঠু পরিবেশ বিরাজ করতে পারে।
বিভিন্ন সূত্রমতে, এই ওয়ার্ডে রয়েছে বেশ কয়েকজন মাদকের গড ফাদার। আবার তাদের অধীনে রয়েছে শতাধিক খুচরা-পাইকারি মাদক ব্যবসায়ী। তাদের অনেকেই নানা প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। আর এরাই মূলত এ নির্বাচনে নানা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে পারে বলে এলাকাবাসি দাবি করছে।
স্থানীয় সূত্র জানায়, এখনই ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে। তাদেরকেও বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর ভোটারদের হুমকি প্রদানে ব্যবহার করা হচ্ছে। এতে করে ভোটাররা আতংকিত হয়ে পড়েছে ।
তাই স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি