রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ বিশ্ব ক্যান্সার দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

আজ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্বব্যাপী ক্যান্সার দিবস পালিত হচ্ছে দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ক্যান্সার রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এই রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করাই দিবসটি পালনের উদ্দেশ্য। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আমরা পারি-আমি পারি’, “ডব পধহ, ও পধহ”.

বিশ্ব ক্যান্সার দিবসকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর)। ‘ক্যান্সার পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণে করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, দেশে প্রতিদিন নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ৩৩৪ জন। আর মারা যাচ্ছেন প্রায় ২৫০ জন রোগী। সচেতনতা থেকে শুরু করে সরকারের পদক্ষেপ, প্রতিটি উদ্যোগই এই ক্যান্সার প্রতিরোধ এবং মৃত্যুর সংখ্যা কমাতে পারে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার ও ইপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিপিআরের নির্বাহী পরিচালক মোছাররত জাহান সৌরভ প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) অনুমিত হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে এক লাখ ২২ হাজার (প্রতিদিন ৩৩৪) মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন, মারা যান ৯১ হাজার (প্রতিদিন ২৫০)।

ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, যেকোন দেশে ক্যান্সার নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণের জন্য দরকার ক্যান্সারের আক্রান্তের হার, মৃত্যুহার, কারা কোন ক্যান্সারে আক্রান্ত সে সম্পর্কে সঠিক পরিসংখ্যান। তবে আমাদের দুর্ভাগ্য, সরকারের সেক্টর কর্মসূচিতে আমরা এতদিন জনসংখ্যাভিত্তিক নিবন্ধন অন্তর্ভুক্ত করতে পারিনি। ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন তদারকির জন্য গঠিত উচ্চ পর্যায়ের ‘জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কাউন্সিল’ প্রায় অকার্যকর বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সার নির্ণয়ের এক বছরের মধ্যে শতকরা প্রায় ৭৫ শতাংশ রোগী মারা যাচ্ছে, না হলে অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হচ্ছে।

বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি উত্তরণের কয়েকটি উপায় ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, দেশে ক্যান্সার পরিস্থিতি উত্তরণে ক্যান্সারের লক্ষণগুলো বিশেষ করে সাতটি সতর্ক সংকেত ব্যাপকভাবে সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধের ওপর জোর দিতে হবে।

দিবসটি উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করবে।

এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, ক্যান্সারবিষয়ক পোস্টার ও ফেস্টুন প্রদর্শনী, আলোচনা সভা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি